Monday, November 17, 2025

বিশেষ নিবিড় সংশোধনীতে বাড়তি কর্মী চাইলো মুখ্য নির্বাচনী দফতর, চিঠি কমিশনকে

Date:

Share post:

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীকে ঘিরে বাড়তি কর্মীর প্রয়োজনীয়তা সামনে এল। এই উপলক্ষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত কাজ সামলাতে কয়েক লক্ষ কর্মী প্রয়োজন হবে। ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কাজ সামলাতে উপযুক্ত কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি কর্মীর পাশাপাশি স্বীকৃত বেসরকারি এজেন্সি থেকেও দক্ষ কর্মী আনার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই সংশোধনীর কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, ওসি ইলেকশন এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা।

এদিকে, গোটা দেশে বিহার মডেল অনুসরণ করে এসআইআর প্রক্রিয়া চালুর পরিকল্পনা থাকলেও, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই প্রক্রিয়াকে আরও বিকেন্দ্রীকৃত করার পথে হাঁটছে। রাজ্যে মোট ৭ কোটি ৬৫ লক্ষ ভোটারের জন্য প্রতিজনকে দুটি করে ফর্ম পূরণ করতে হবে। ফলে ১৫ কোটিরও বেশি ফর্ম ছাপার প্রয়োজন পড়বে। কেন্দ্রীয়ভাবে এত বিপুল সংখ্যক ফর্ম ছাপানো সম্ভব নয় জানিয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বুথ স্তরে বিএলওদের মাধ্যমে ফর্ম ছাপার ব্যবস্থা করতে। তবে প্রতিটি ফর্ম জমা পড়ার সঙ্গে সঙ্গেই তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। কারণ এই তথ্যের উপর নজরদারি চালাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনই।

ভোটার তালিকার এই বিশেষ সংশোধনীকে কেন্দ্র করে রাজ্যে এখন তৎপরতা তুঙ্গে। কমিশনের কড়া নজরদারিতে কাজটি কীভাবে সম্পন্ন হয়, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন – এসিএল-র ম্যাচে অভিনব টিফো মোহনবাগান সমর্থকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...