ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পরেও বিতর্ক থামছে না। টসের সময় থেকে শুরু হয়েছিল বিতর্ক। এবার বয়কটের সুর আরও জোড়াল করল ভারত। চ্যাম্পিয়ন হলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া (Team India)। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করতে পারে ভারত।
পহেলগাঁও এবং অপারেশন সিন্দুর অধ্যায়ের পর প্রথমবার ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। তিক্ততার আবহে পড়শি দেশের সঙ্গে কোনও রকম সৌজন্য দেখায়নি ভারত। টস থেকে ম্যাচ জয়ের পর প্রতিপক্ষ দলের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। এবার আরও সুর চড়াল ভারত।
সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, “যদি ভারত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে উঠে, তাহলে ভারতীয় ক্রিকেটাররা নকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না। এসিসি’র প্রধান হিসেবে ওঁরই ট্রফি হাতে তুলে দেওয়ার কথা। জিতলে এসিসি প্রধানের হাত থেকে ট্রফিও নেবেন না সূর্যকুমার যাদব।”
মাঠে পাকিস্তানকে দুরশুম করেই শুধু খান্ত হয়নি ভারত। একইসঙ্গে প্রতিপক্ষ দলের সঙ্গে সৌজন্যও বয়কট করে ভারত। এবার পাকিস্তানকে আরও বড় জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে ভারত।
আরও পড়ুন: ফের ধাক্কা পাকিস্তানের! ম্যাচ রেফারি নিয়ে পিসিবির আবেদন খারিজ আইসিসির
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, “প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য ছাত্রদের নির্দেশ দেন কোচ গৌতম গম্ভীর। জানা গিয়েছে, গম্ভীর ক্রিকেটারদের বলেছিলেন সোশাল মিডিয়া থেকে দূরে থাকো। বাইরের কোনও কিছু ভেবো না। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পহেলগাঁওয়ে কী হয়েছে ভুলে যেও না। প্রতিপক্ষের সঙ্গে করমর্দন যেমন করবে না তেমনই বাড়তি গুরুত্ব দেবে না। মাঠে নিজেদের সেরাটা দাও এবং দলকে জেতাও।”
–
–
–
–
–
