Friday, November 14, 2025

ফের বিজেপিশসিত ওড়িশায় আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! কাঠগড়ায় রেল পুলিশ

Date:

ফের বিজেপিশসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক (Migrant Labour)। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের নির্মাণ গ্রামের বাসিন্দা আশরাফুল সানাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

কেরালায় (Kerala) কাজ করতে গিয়েছিলেন আশরাফুল। সেখানে কাজের সমস্যার কারণে ট্রেনে বাড়ি ফিরছিলেন। ভুলবশত ওড়িশার সরলা রোড স্টেশনে নেমে পড়েন তিনি। প্রথমে একদল দুষ্কৃতীদের হাতে বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনা পরিবারকে ফোনে জানান আক্রান্ত পরিযায়ী শ্রমিক। পরে রেল পুলিশের (Police) হাতেও আক্রান্ত হন স্বরূপ নগরের বাসিন্দা আশরাফুল। তারও তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

পুলিশ আশরাফুলকে গোপন স্থানে আটকে রাখে বলে অভিযোগ। তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরে মালদহ, মুর্শিদাবাদের কিছু পরিযয়ী শ্রমিক (Migrant Labour) সেখানে কাজ করছিল, তাঁরা ওই পরিবারকে বিস্তারিত জানান। পরিবারের লোকেরা সেখানে গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়ে আশরাফুলের খোঁজ করলে প্রথমে তারা অস্বীকার করে। পরে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করলে তারা সেখানকার রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তখন তারা আশরাফুলের খোঁজ দেয়। পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি নিয়ে আসেন। দেখা যায় তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে। 

বুধবার ভোর রাতে আশরাফুলকে গাড়ি করে বাড়ি নিয়ে আসা হয়। তাঁকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তার অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে বাংলা ভাষায় কথা বলায় আক্রান্ত হতে হয়েছে। ভিন রাজ্যে তাকে নির্মমভাবে মারা হয়েছে। শুধু মাত্র বাঙালি পরিযয়ী শ্রমিক বলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে। আমরা সুবিচার চাই যারা এই ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের শাস্তি চাই।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version