Thursday, November 13, 2025

মহিলারা তাজা মাংস! স্তন খামচে ধরায় ব্রিটেনে জেল বন্দি মুখ্যমন্ত্রীর সভায় অসভ্যতা করা বাঙালি চিকিৎসক

Date:

বাংলার মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণের সময় অসভ্যতা করে একবার রাজ্যে তথা দেশের নাম ডুবিয়ে ছিলেন, ফের চরম নিন্দনীয় কাজ করে জেলে গিয়ে বাঙালির নাম ডোবালেন ডাক্তার অমল বসু (Amol Basu)। বছর পঞ্চান্নর এই ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে মহিলা সহকর্মীদের লাগাতার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত গুণধরকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্রিটেনের (Britain) আদালত। মহিলারা তাঁর কাছে তাজা মাংস- আদালতের শুনানিতে এমনই অভিযোগ তুলেছেন তাঁর সহকর্মী নার্স।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণের সময় চিৎকার করে অসভ্যতা করেছিলেন কিছু অতিবাম ও গেরুয়া সমর্থক। তাঁদের মধ্যে কয়েকজন অনাবাসী বাঙালি চিকিৎসকও ছিলেন। এই অমল বসু ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। অভয়াকে নিয়ে লোক দেখানো সহনুভূতি দেখানো চিকিৎসকের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ। এমনকী, তাঁর মহিলা সহকর্মীদের অভিযোগ, তিনি নারী শরীরকে তাজা মাংস ছাড়া আর কিছুই মনে করেন না।

ল্যাঙ্কাশায়ার ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে হৃদরোগ চিকিৎসার বিভাগীয় প্রধান অমলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে বারবার জুনিয়র কর্মীদের নির্যাতন করেছিলেন তিনি। ২০২৩-এ লাগাতার অভিযোগের পরে তাঁকে বরখাস্ত করা হয়। সব মিলিয়ে কমপক্ষে ১০জন অমলের যৌন হেনস্থার শিকার। অস্ত্রোপচারের প্রস্তুতির সময় এক নার্সের স্তন খামচে ধরেছিলেন তিনি। আরেক মহিলা সহকর্মীর অভিযোগ ছিল, পেন খোঁজার নাম করে অমল তাঁর পকেটে হাত ঢুকিয়ে স্তন খামচে ধরে সেটিতে ‘তাজা মাংস’ বলে বিকৃত মন্তব্য করেন।

প্রিস্টন ক্রাউন কোর্টে বিচারক ইয়ান আনসওয়ার্থ অমলকে ‘সাদা পোশাকের আড়ালে থাকা এক যৌন শিকারী’ বর্ণনা করেন। বলেন উচ্চ পদ মর্যাদা ব্যবহার করে সহকর্মীদের ‘টার্গেট’ করেতেন অমল (Amol Basu)। কৃতকর্মের কোনও প্রকৃত অনুশোচনা দেখা যায়নি এই চিকিৎসকের মধ্যে। ফলে আদালত তাঁকে ৬ বছরের সাজা শোনায়।

একসময় অভয়ার জন্য কুম্ভীরাশ্রু বইয়ে ছিলেন যাঁরা, তাঁদের অনেকের মুখ থেকেই মুখোশ খসে পড়ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় হেঁটেছেন। আর দেশের সম্মান ধুলোয় মিশিয়ে এই সময় অমলরা বিদেশের মাটিতে তাঁর সভা পন্ড করতে গিয়েছিলেন। এখন এই সব ভেকধারী চিকিৎসকদের আসল রূপ প্রকাশ্যে আসছে।

Related articles

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...
Exit mobile version