ছাব্বিশের গোড়াতেই অরিন্দমের পলিটিক্যাল থ্রিলার, প্রকাশ্যে ‘কর্পূর’-এর ফার্স্ট মোশন পোস্টার

Date:

Share post:

অপেক্ষার অবসান, বহু প্রতীক্ষিত ‘কর্পূর’-এর (Karpoor) ফার্স্ট মোশন পোস্টারে সিনেমা মুক্তির সময়কালের আভাস দিলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। ফ্রেন্ডস কমিউনিকেশন ও কাহাক স্টুডিও প্রযোজিত বাম জমানায় মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্যের উন্মোচনে বড়পর্দায় ‘কর্পূর’-এর প্রবেশ হতে চলেছে। বৃহস্পতিবার মোশন পোস্টারে যেভাবে আগুনের ছোঁয়ায় কর্পূর থেকে নির্গত ধোঁয়ায় নতুন বছরে ছবি মুক্তির ঘোষণা করা হল তাতে বেশ টানটান থ্রিলারের গন্ধ পাচ্ছে বাঙালি।

কখনও গোয়েন্দাদের নিয়ে রহস্য উন্মোচন কখনও বা পলিটিক্যাল স্যাটায়ারে পর্দায় ব্লকবাস্টার দিতে সবসময় তৈরি থাকেন অরিন্দম। এবার আবার সকলকে চমকে দিয়ে রাজনীতিক কুণাল ঘোষকে (Kunal Ghosh) তাঁর সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে তুলে ধরেছেন তিনি। সঙ্গে আবার রয়েছেন অভিনেতা পরিচালক নাট্যকার ব্রাত্য বসু (Bratya Basu)। কুণালের লুক ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে।

যাঁর অন্তর্ধান নিয়ে একটা গোটা গল্প আবর্তিত, সেই মনীষা চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মূল কাহিনী দীপান্বিতার লেখা ‘অন্তর্ধানের নেপথ্যে’র উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তৎকালীন বাম জমানার শিক্ষা কেলেঙ্কারি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আর কমরেড নেতাদের সম্পর্কের বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণা করেছেন পরিচালক। সকালবেলা কাজে বেরিয়ে একজন মানুষ কীভাবে কর্পূরের মতো উবে যেতে পারেন, সে প্রশ্নের উত্তর আজও মেলেনি। এত বছর পরেও মনীষার কোন খোঁজ মেলেনি। বিষয়টি বিতর্কিত হওয়ায় চিত্রনাট্যকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন অরিন্দম।
ফার্স্ট মোশন পোস্টারে থ্রিলার আবহের ঝলক দেখা গেল। ছবির সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই যথোপযুক্ত যে এই ছবি দেখার জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা সইবে না বাংলার সিনেপ্রেমীদের। তবু কথায় আছে সবুরে মেওয়া ফলে।

এই সিনেমার গল্পে রয়েছে অনেক চমক, প্রকাশ্যে আসবে সেই সব কথা যা তৎকালীন সময়ের বেশ কিছু অজানা দিক তুলে ধরতে সক্ষম হবে। এ ছবি নিয়ে বিতর্ক হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই সিনেমা মুক্তি নিয়ে কোনও রকমের তাড়াহুড়ো করতে চাননি পরিচালক। জানুয়ারি মাসে ‘কর্পূর’ বড়পর্দায় রিলিজ করবে। আর সেখানেই দক্ষ অভিনেতা-অভিনেত্রীদের মাঝে রাজনিতিক কুণালের ‘অভিনয়’ সত্ত্বার প্রকাশ ঘটতে চলেছে যা এই ছবির অন্যতম আলোচ্যও বটে। সত্যি কি জানা যাবে কেন আর কীভাবে হারিয়ে গেলেন মনীষা? উত্তরের অপেক্ষায় ২০২৬।

spot_img

Related articles

খারাপ সময় চলছে দীপিকার! ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী

খারাপ সময় যাচ্ছে বলি তারকা দীপিকা পাড়ুকোনের। জল্পনা চলছিলই। তাতে সিলিমোহর পড়ল। দীপিকাকে কল্কির সিক্যুয়ালে দেখা যাবে না...

সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে সিনেমা ভবানী ভবনের পুলিশের

সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জীবনী অবলম্বন করে তৈরি হল সিনেমা (Cinema)। সৌজন্যে কলকাতা ও রাজ্য পুলিশের (Police) কর্মীরা।...

কেউ ওড়ালেন ঘুড়ি, কেউ মাতলেন পুজো ফ্যাশনে! কেমন কাটলো তারকাদের বিশ্বকর্মা পুজো? 

দেবশিল্পী বিশ্বকর্মা বন্দনায় (Vishwakarma Puja Celebration) মেতে উঠল গোটা টলিউড। কেউ পরলেন নতুন পাঞ্জাবি কেউ ব্যস্ত গাড়ি পুজোয়।...

এনকাউন্টারের মৃত্যু দিশার বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীর!

বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করল পুলিশ।...