Friday, November 14, 2025

জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে… ‘ব্যাডস অফ বলিউড’-এ গ্রেফতারির স্মৃতি ফেরালেন আরিয়ান

Date:

একেই বলে ‘বাপ কা বেটা’, আরিয়ান খান (Aryaan Khan) পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর স্ট্রিমিং শুরু হতেই দর্শকের প্রথম প্রতিক্রিয়া এটাই। তবে সেটা অভিনয়ে নয়, বরং কৌতুকের আকারে সমালোচনা- আর বিতর্কের জবাব দিতে বাদশা বাবার পথেই যে হেটেছেন গৌরীপুত্র তার প্রশংসা নেটপাড়ায়। বলিউডের স্বজনপোষণ থেকে গ্ল্যামার জগতে আড়ালে লুকিয়ে থাকা আন্ডারওয়ার্ল্ড যোগ- সবটাই নিজের প্রথম সিরিজে তুলে ধরেছেন আরিয়ান। একটি দৃশ্য বিশেষভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, সমীর ওয়াংখেড়ের মতো স্টাইলে এক ব্যক্তি পুলিশি ভ্যান থেকে নেমেই স্বগতোক্তির আকারে বলছেন- ‘মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল…।’ আরেক দৃশ্যে দেখা গেল পুলিশ কর্মীর উক্তি, “চিন্তা কোরো না, জেলের ভিতর থাকলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়।” কৌতুক আকারে হাস্যরসের সঙ্গে চিত্রনাট্যে সাজানো এই ডায়ালগ শাহরুখ (SRK) পুত্রের জেল যাত্রার কথা মনে করিয়েছে বা বলা যেতে পারে আরিয়ান (Aryaan Khan) নিজেই সেই স্মৃতি উস্কে দিয়েছেন। দর্শকদের মতে, এই ছেলের বুকের পাটা আছে। স্মিত হাসি কিং খানের (Shahrukh Khan) মুখে।

মাদক কাণ্ডে আরিয়ান খানের গ্রেফতারির পর শাহরুখ বয়কটের ডাক উঠেছিল গোটা দেশ জুড়ে। চুপচাপ সবটা সহ্য করেছিলেন বলিউড বাদশা। এরপর ২০২৩ সালে তাঁর রাজকীয় কামব্যাক ইতিহাস তৈরি করে। সমালোচকদের জন্য সেটা থাপ্পরের থেকে কম কিছু ছিল না। তবে শোনা যায় অভিশপ্ত দিনগুলোর কথা আজও ভুলতে পারেননি ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালক।জেল মুক্তির পর নতুন ভাবে নিজেকে গড়ে তুলেছেন আরিয়ান। ছেলের স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন বাবা-মা। যদিও পরিচালক যে যথেষ্ট পরিশ্রম করেছেন তার ফল মিলল হাতেনাতে। আরিয়ানের কাজ দেখতে প্রিমিয়ারে হাজির ছিল গোটা বলিউড। সকলেই শুভকামনা জানালেন নব্য পরিচালককে।

বলিউডের ‘বাজিগর’ বরাবরই তাঁর সেন্স অফ হিউমারের জন্য বিখ্যাত। বহু সাক্ষাৎকারে নিজেকে নিয়ে মজা করতে দেখা গেছে শাহরুখকে। কিন্তু ‘বাপ কা বেটা’ও যে সেই একই পথে হাঁটার চ্যালেঞ্জ এবং স্পর্ধা দুটোই দেখাতে পারবেন সেটা আশা করা যায়নি। কিন্তু ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এটা করে দেখিয়েছে।

স্টার পাওয়ার থেকে রাঘব বোয়ালদের দাপট দেখিয়ে বলিউডের অনেক সিক্রেটকেই বেআব্রু করার সাহস দেখিয়েছেন খান -পুত্র। কাজের মাধ্যমে একদিকে বিতর্কিত NCB অফিসারকে খোঁচা, অন্যদিকে বলিউডের কঙ্কালসার বাস্তুতন্ত্রের ছবি তুলে ধরে আরিয়ান বুঝিয়ে দিলেন তিনি লম্বা রিসের ঘোড়া। তাঁর অতীতের বিতর্কে যাঁরা বারবার শাহরুখকে আক্রমণ করেছিলেন, অচিরেই তাঁদের যেন বার্তা দিলেন আরিয়ান, ‘বাপ কো হাত লাগানে সে পহেলে, বেটে সে বাত কর..’।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version