এশিয়া কাপে ( Asia Cup) সুপারের ম্যাচে রবিবারের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ( IND vs PAK)। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। কিন্তু ম্যাচ জুড়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে যা সপ্তাহ শেষেও অব্যাহত রয়েছে। প্রথমত পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে কোন রকম সৌজন্য দেখায়নি ভারতীয় দল। টসের সময় হাত পর্যন্ত মেলান নিয়ে অধিনায়ক সূর্য কুমার যাদব। এই পরিস্থিতিতে আগামী রবিবার ভারত পাকিস্তান ম্যাচে উভয় দলের ক্রিকেটার কি একে অপরের সঙ্গে করমর্দন করবেন! এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি।

সূত্রের খবর অনুসারে এই ম্যাচে কোনরকম বিতর্ক বৃদ্ধি করতে চাইছে না আইসিসি। সুপার ফোরের ম্যাচে মেলাতে দেখা যাবে না সূর্য কুমার যাদব আঘা সালমানদের ।আইসিসির পক্ষ থেকে পিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে, পাকিস্তান ক্রিকেটাররা আগামী ম্যাচে যেন ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসি এই প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে আগামী রবিবারের ম্যাচেও দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন এই দৃশ্য দেখা যাবে না।

‘ক্রিকবাজ়’ জানিয়েছে, আইসিসি-র সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পিসিবি তথা এসিসি প্রধান মহসিন নকভির বৈঠক হয়েছে। তার পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমন আঘা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি।

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

গত ম্যাচে ভারত হাত না মেলানোয় চরম ক্ষুবতে হয়েছিল পাকিস্তান দল। তারা আইসিসির কাছে এই বিষয়ে অভিযোগে জানিয়েছিল। তাদের রাগ দিয়ে পড়েছিল ম্যাচ রেফারি পাইক্রফটের উপরে উপরে। তারা তাঁকে সরিয়ে দেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল কিন্তু আইসিসি সেই দাবি খারিজ করে দিয়েছে।

–

–

–

–

–
–