Monday, November 10, 2025

কলকাতায় ধোনি, দেবীপক্ষের শুরুতেই তিলোত্তমায় একসঙ্গে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক!

Date:

কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ। উৎসবের মরশুমে কলকাতায়  মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কড়া নিরাপত্তায় তাঁকে গাড়িতে তোলা হয়।

কলকাতা ধোনির শ্বশুরবাড়ির শহর। কিন্তু শুক্রবার তাঁর সঙ্গে আসেননি স্ত্রী-কন্যা। একাই কলকাতা শহরে এসেছেন ধোনি। কিন্তু কী কারণে কলকাতায় এসেছেন মাহি? জানা যাচ্ছে  কোনও ক্রিকেটীয় কারণে নয়, ধোনির কলকাতা আগমনের কারণ সম্পূর্ণ বিজ্ঞাপণ সংক্রান্ত। ধোনি একটি স্টিল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছে ধোনি।

সূত্রের খবর, আগামী ২ দিন কলকাতায় থাকবেন ধোনি। সংস্থার বিজ্ঞাপণী প্রচারের শুটিং করবেন পাশাপাশি কোম্পানির ম্যানেজার-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের একটি অনুষ্ঠানও আছে ধোনির সফরসূচিতে। কোম্পানির নিউটাউনের অফিসে এই অনুষ্ঠান হবে।

চমক আরও আছে দেবীপক্ষের শুরুর দিনেই শহরে আসতে পারেন কপিল দেব ও রোহিত শর্মাও (Kapil Dev – Rohit Sharma) আসলে  কপিল রোহিতও স্টিল কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।ফলে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক একসঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন। তবে স্টিল কোম্পানির অনুষ্ঠান ছাড়া আর কোথায়ও মহারথীরা যাবেন কিনা তা স্পষ্ট নয়।

আরও পড়ুন :এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এর আগে কপিল ধোনি একসঙ্গে ইডেনে শুটিং করেছিলেন, এবার কোথায় শুটিং হবে তা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে। মহালয়ার দিন থেকেই কলকাতায় প্রায় পুজো শুরু হয়ে যায়। তাই উত্তর বা দক্ষিণের কোনও পূজো প্রাঙ্গনে  ঠাকুর দেখতে গিয়ে বিশ্বকাপজয়ী কোনও অধিনায়ককে দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version