পৃথিবীর সবচেয়ে দামী রোলেক্স (Rolex) ঘড়িটি বিক্রি হয়েছিল ১৪২ কোটি টাকায়। জানলে চমকে যাবেন রোলেক্স কোম্পানির প্রায় পুরোটাই চালায় একটি নন প্রফিট চ্যারিটেবল ফাউন্ডেশন, যার নাম হ্যান্স উইলসডর্ফ ফাউন্ডেশন। আর রোলেক্স কোম্পানির মুনাফার একটি বিরাট অংশ এই চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমেই চলে যায় অসহায়দের দান, গরিব ছাত্রছাত্রীদের শিক্ষা ও দেশের উন্নতির স্বার্থে হওয়া গবেষণায়। কিন্তু কেন এমনটা হয়? কারণ, রোলেক্স কোম্পানির প্রতিষ্ঠাতা হ্যান্স উইলসডর্ফ মাত্র ১২ বছর বয়সে বাবা–মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছিলেন, সেসময় তিনি বুঝেছিলেন গরিব মানুষদের কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তবে ওই অবস্থায় দাঁড়িয়েও হ্যান্স স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ির কোম্পানি তৈরি। কিন্তু নিজে সফল হওয়ার পরে গরিব মানুষদের দুঃখ যন্ত্রণার কথা ভোলেননি তিনি। তাঁদের জন্য যুগের পর যুগ ধরে নিজের চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যে দুহাত ভরে দানের ব্যবস্থা করে গিয়েছেন হ্যান্স। রোলেক্স-এর মুনাফার পর্যায় ৯০ শতাংশই চলে যায় দানে! A Crown for Every Achievement। অর্থাৎ প্রতিটি অর্জনের জন্য একটি মুকুট। এটিই হচ্ছে রোলেক্স (Rolex) ওয়াচের ট্যাগলাইন।

আরও পড়ুন-গুচ্চি সবচেয়ে সস্তা কোথায়? কেন সেলিব্রিটিরা এত পছন্দ করেন

প্রতিষ্ঠা ও ইতিহাস
রোলেক্স একটি সুইস বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি। ১৯০৫ সালে লন্ডন, ইংল্যান্ডে হ্যান্স উইলসডর্ফ এবং আলফ্রেড ডেভিস দ্বারা উইলসডর্ফ অ্যান্ড ডেভিস নামে প্রতিষ্ঠিত হয়। ১৯০৮ সালে “রোলেক্স” নামটি নিবন্ধিত করানো হয়, ১৯১৫ সালে রোলেক্স ওয়াচ কোম্পানি লিমিটেড নামে পরিচিতি লাভ করে।

কোথায় অবস্থিত এই কোম্পানি
বর্তমানে রোলেক্স ওয়াচ লিমিটেডের সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

কতজন কর্মী কাজ করেন
সুইজারল্যান্ডের জেনেভায় কোম্পানিটির নিজস্ব কারখানা রয়েছে। এখানে ১৫,০০০ জনেরও বেশি কর্মচারী কাজ করেন।

আরও পড়ুন-৯৬ বছরের ‘বোরোলিন’কে থামাতে পারেনি কেউ! বিদেশেও চাহিদা মাত্রাছাড়া

প্রতিষ্ঠাতা
রোলেক্সের প্রতিষ্ঠাতা ছিলেন হ্যান্স উইলসডর্ফ। তাঁর জন্ম জার্মানিতে। পরে তিনি সুইজারল্যান্ডে স্থানান্তরিত হন।

নামকরণ
১৯০৮ সালে “রোলেক্স” নামটি নিবন্ধন হয়। ১৯১৫ সালে এটি রোলেক্স ওয়াচ কোম্পানি লিমিটেড নামে পরিচিতি পায়।

উৎপাদন
রোলেক্স সমস্ত ঘড়ি তৈরি করে শুধুমাত্র সুইজারল্যান্ডেই।

গুণমান
এই কোম্পানি ঘড়ি তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে।
আরও পড়ুন-অসম্ভব কিছুই নয়! অ্যাডিডাস লোগোর সাফল্যের রহস্য কী
কেন বিখ্যাত
রোলেক্স ঘড়ি তার নকশা, উপাদান এবং নির্ভুলতার জন্য সুপরিচিত। বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী ব্র্যান্ড। রোলেক্স অয়েস্টার লাইনের ঘড়িগুলির জন্য বিখ্যাত, যা প্রথম উদ্দেশ্য-নির্মিত ডাইভ ঘড়িগুলির মধ্যে একটি।
রোলেক্স লোগোর অর্থ
রোলেক্স লোগোর সবুজ রঙটি বৃদ্ধি, সমৃদ্ধি ও প্রতিপত্তি বোঝায়। এবং মুকুটটি কোম্পানির উৎকর্ষতা ও নির্ভুলতার প্রতি নিষ্ঠার প্রতীক। এই মুকুট লোগোটি ১৯২৫ সালে নিবন্ধিত হয়েছিল।