Friday, November 14, 2025

অলরাউন্ডারের চোট! পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে অশনি সংকেত

Date:

ওমানের বিরুদ্ধে সোজা ম্যাচ কঠিন করে জেতার পর রবিবাসরীয় মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত- পাকিস্তান (Ind vs Pak)। হ্যান্ডসেক বিতর্কের আবহে সুপার ফোরের এই ম্যাচের আগে ভারতীয় দলে বড় আশঙ্কার খবর। ক্যাচ ধরতে গিয়ে আগের ম্যাচে মাথায় চোট পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ক্যাচ তো ফসকেছে বটেই, কিন্তু চোটের জেরে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের প্রথম বড় ম্যাচে তাঁর খেলা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শুধু বল হাতে নয়, ব্যাট দিয়েও প্রতিপক্ষকে জবাব দিতে যথেষ্ট দক্ষ এই অলরাউন্ডার। খুব স্বাভাবিকভাবেই তাঁর মাথার চোট চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে।

এশিয়া কাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া (Indian T 20 Cricket Team)। শুক্রবারের ম্যাচে একটা সময় অঘটনের পরিস্থিতি তৈরি হলেও অভিজ্ঞতায় তা সামাল দিয়েছে সূর্য – হার্দিকরা। তবে খেলার মাঝে ওমানের (Oman) ইনিংসের ১৫তম ওভারে বড় শট মারতে যান হাম্মাদ। ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় ক্যাচ ওঠে। তা ধরার চেষ্টা করতে গিয়ে পিঠের ভরে মাটিতে পড়েন অক্ষর। ঠিক তখনই তাঁর মাথা ধাক্কা খায় মাটিতে। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার সেই যে মাঠ ছাড়েন তারপর আর তাঁকে ফিরতে দেখা যায়নি। ভারতীয় দলের ফিল্ডিং কোচ যদিও বলছেন আঘাত গুরুতর নয়, কিন্তু কোনও রকমের ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। এক্ষেত্রে যদি শনিবারের মধ্যে অক্ষর উঠতে না পারেন তাহলে ভারতের হাতে বিকল্প কী? সেক্ষেত্রে ২ স্পিনার নিয়ে খেলতে হবে সূর্যকে (Surya Kumar Yadav)। স্ট্যান্ড বাই হিসাবে ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar) রয়েছেন বটে। কিন্তু স্ট্যান্ড বাই ক্রিকেটারদের দুবাই নিয়ে যাওয়া হয়নি। ফলে প্রথম একাদশের সমীকরণ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে কোচ গৌতম গম্ভীরকে।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version