খারিজ হয়ে গেল বউবাজারের (Bou Bazar) বিধ্বংসী বিস্ফোরণের মূলচক্রী সাট্টাডন মহম্মদ খালিদের জামিন। সম্প্রতি মেয়াদ শেষের আগেই বউবাজার বিস্ফোরণের অন্যতম চক্রীকে মুক্তি দিতে রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছিল হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ এবার খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। সোমবার মুক্তির নির্দেশ খারিজ করলেও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই সাজাপ্রাপ্ত রাজ্যের কাছে মুক্তির আবেদন করতে পারবে। রাজ্য তা বিবেচনা করবে। আরও পড়ুনঃ ভোলেননি মুখ্যমন্ত্রী, বড়িশা ক্লাবের পুজো উদ্বোধনে মঞ্চে পহেলগামে নিহত বিতানের বাবা-মার পাশে থাকার বার্তা

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৬ মার্চ গভীর রাতে ২৬৭ বিবি গাঙ্গুলি স্ট্রিটের দোতলা বাড়িটি ভয়ঙ্কর বিস্ফোরণে গুঁড়িয়ে যায়। মৃত্যু হয় ৬৯ জনের। সেই মামলায় একদা কলকাতার সাট্টা কারবারের ‘বেতাজ বাদশা’ রশিদ খানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বলা হয়, রশিদ খানের কাছে যে পরিমাণ বিস্ফোরক ছিল, তা গোটা কলকাতা উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মহম্মদ খালিদ সেই রশিদের ছায়াসঙ্গী। ওই মামলায় তাঁকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। কয়েক বছর আগে খালিদ জেল থেকে মুক্তি পাওয়ার দাবিতে রাজ্য সরকারের ‘সেনটেন্স রিভিউ বোর্ডে’ আবেদন করে। সেই আবেদন খারিজ হয়ে যায়। এর পর আদালতের দ্বারস্থ হয় খালিদ।

–

–

–

–

–

–

–
