প্যালেস্তাইনের দাবি গোটা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া সবাই প্যালেস্তাইন রাষ্ট্র তৈরিতে সম্মতি দিয়েছে। অবশ্যই আপত্তি জানানোর তালিকায় রয়েছে আমেরিকা। এবার সেই আমেরিকায় রাতারাতি পাড়ি দিচ্ছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। একের পর এক দেশ যেভাবে প্যালেস্তাইন রাষ্ট্র (State of Palestine) তৈরি নিয়ে সম্মতি জানিয়ে সরকারি বিবৃতি জারি করেছে, তার জবাব এবার আমেরিকা থেকে ফিরেই দেবেন, দাবি নেতানিয়াহুর।

পথ দেখিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ভিডিও বার্তা পেশ করে জানিয়েছেন প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইংল্যান্ড (England)। সেই পথে হেঁটেছে একে একে অস্ট্রেলিয়া (Australia), কানাডা (Canada) ও পর্তুগাল (Portugal)। সকলেই প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রবিবার।

এর আগে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) সাধারণ সম্মেলনে প্যালেস্টাইনের স্বপক্ষে বক্তব্য পেশের জন্য সম্মতি পেয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সম্মতির সেই ভোটাভুটিতে প্যালেস্টাইনের পক্ষেই দাঁড়িয়েছে ভারত। পাঁচ বিরোধী দেশের মধ্যে ছিল – ইজরায়েল, আমেরিকা, পালাউ, প্যারাগুয়ে এবং নারাউ।

আরও পড়ুন: কার চাপে ভিসা নীতি বদল! নতুন ঘোষণা ট্রাম্প প্রশাসনের

তবে রবিবার বিশ্ব রাজনীতি নতুন মোড় নিয়েছে। সরকারি বিবৃতি জারি করে চার দেশের প্যালেস্তাইনকে সমর্থনের পরই কার্যত হুমকির সুর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর (Benjamin Netanyahu) গলায়। তাঁর দাবি, যারা প্যালেস্টাইনকে সমর্থন করছেন তাঁরা ভয়ংকর সন্ত্রাসবাদীদের বিপুল পুরস্কার দিচ্ছেন। বহু বছর ধরে অনেক চাপের পরেও সন্ত্রাসবাদী রাষ্ট্র তৈরির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে ছিলাম। তবে সম্প্রতি বিশ্বে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হল তার জবাব আমেরিকা থেকে ফিরে এসেই দেব।

–

–

–

–

–