এশিয়া কাপের গ্রুপ পর্বের মতো সুপার-৪ পর্বেও( Asia Cup Super 4) পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। বিগত কয়েক বছর ধরেই আইসিসি বা এসিসি ইভেন্টে যখনই পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত তখনই প্রতিপক্ষকে হারিয়েছে। ম্যাচ জিতে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakuar Yadav)।
ভারত এশিয়া কাপে পাকিস্তানকে ১২তম বার হারিয়েছে। আর ভারত হেরেছে মাত্র ৩ বার। সেই নিরিখে ভারত ১২-৩ ব্যবধানে এগিয়ে। এই একতরফা জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সাফ জানিয়ে দিয়েছেন, ভারত বনাম পাক ম্যাচটি এখন আর প্রতিদ্বন্দ্বিতার (রাইভ্যালরি) পর্যায়ে পড়ে না।
রবিবার ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে সূর্য কুমার প্রতিপক্ষ দল সম্পর্কে বলেন, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার প্রশ্ন করা বন্ধ করা প্রয়োজন।
আরও পড়ুন :ভারত-পাকিস্তান মেগা ম্যাচের স্কোরশিট দেখে নিন এক ঝলকে
এখানেই থেমে না থেকে সূর্যকুমার আরও বলেন, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, “সেটাকে তুল্যমূল্য ক্রিকেট বলা যায়। পরিসংখ্যান আমার জানা নেই। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”-
–
–
–
–
–
–
