ভক্ত অনুরাগীর ভিড় এত যে অন্তেষ্টি ক্রিয়ার দিন ক্রমশ পিছিয়ে দিতে হচ্ছে অসম প্রশাসনকে। শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর সময় বাড়ানো না হলে বিক্ষোভের হুঁশিয়ারি দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শেষ পর্যন্ত ২৩ সেপ্টেম্বর শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) অন্তেষ্টি ক্রিয়ার দিন স্থির করেছে পরিবার ও অসম (Assam) প্রশাসন। তার আগে পর্যন্ত ভক্তরা তাঁদের শ্রদ্ধা জানাতে পারবেন।

রবিবার কয়েক লক্ষ মানুষের ভিড়ে জুবিনের মরদেহ গুয়াহাটিতে পৌঁছানোর পরই শুধুমাত্র অসম নয়, বাংলা, মনিপুর, মিজোরাম-সহ উত্তর-পূর্বের সব রাজ্য থেকে মানুষের ভিড় উপড়ে পড়ে শহরে। অনেক রাত পর্যন্ত সরুসজাই স্টেডিয়ামে শিল্পীকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।

আরও পড়ুন: অগণিত ভক্তের শেষবার ছুঁয়ে দেখার আকুতি: বিদায় জুবিন

প্রশাসনের তরফ থেকে জানানো হয়, অসমের (Assam) সোনাপুরে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পী জুবিনের (Zubeen Garg)। জোড়হাটে ১০ বিঘা একটি জমির উপর তৈরি হবে একটি স্মৃতিসৌধ। সেখানে একটি সংগ্রহালয় তৈরিরও পরিকল্পনা করেছে অসম সরকার। সোনাপুরে অন্ত্যেস্টির পর জুবিনের ভষ্ম সেই সমাধিতে স্থান পাবে।

–

–

–

–

–

–