Sunday, November 16, 2025

মৃত্যুর দায় নিয়ে পরিবারের পাশে দাঁড়ান: CESC-কে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

দূর্গাপূজোর শুরুতেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে উত্তরপ্রদেশ, বিহারের জলে গঙ্গা প্লাবিত, তাতে শহরে বেশি বৃষ্টি হলে তা যে বড়সড় দুর্যোগ ডেকে আনবে সেই আশঙ্কাই তিনি প্রকাশ করেছিলেন। এই পরিস্থিতিতে রাজ্যের সব দফতরকে তৎপর করে রাখা হয়েছিল। তা সত্ত্বেও কলকাতা শহরে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-র (CESC) গাফিলতিতে শহরের ৬ থেকে ৭ জনের মৃত্যুর আশঙ্কা। এরপরই সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-কে যাবতীয় দায় নিতে হবে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

একদিকে দুর্যোগ, অন্য দিকে মানুষকে নিরাপদে রাখার চ্যালেঞ্জ। রাজ্যের যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে একা সিইএসসি। নাগরিকদের মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর (Chief Minister) দাবি, বিদ্যুৎ দফতরের অনিয়মিত কাজের দায় নিতে হবে CESC-কে। যাঁরা মারা গিয়েছে তাঁদের পরিবারের দায় নিতে হবে।

আরও পড়ুন: দুর্যোগের কথা মাথায় রেখে রাজ্য সরকারি স্কুলগুলিতে আজ থেকেই ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর 

কিভাবে কলকাতা শহর ও শহরের মানুষের সঙ্গে বেইমানি করছে সিইএসসি, মঙ্গলবারের পরিস্থিতির পর সেই তথ্য ফাঁস করলেন খোদ মুখ্যমন্ত্রী। সিইএসসি-র প্রকৃত চরিত্র ফাঁস করে তাঁর দাবি, তারা এখান থেকে নিজেদের সব ব্যবস্থা করে নিয়ে যাচ্ছে। এখানে ব্যবসা করবে। আর সমস্ত নিয়ে রাজস্থানে চলে যাচ্ছে। ওরা এখানে ব্যবসা করে রাজস্থানকে আধুনিকীকরণ করছে। এখানে আধুনিকীকরণ করছে না। আমি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে।

দীর্ঘদিন ধরে সিইএসসিকে বলেও যে কাজ তারা করেনি তা নিয়ে মঙ্গলবার সরব মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, এখুনি টিমকে নামাক। নামিয়ে কাজ করুক। সমস্ত লোককে ফিল্ডে নামাক।

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version