মেট্রোর কাজের জন্য নিকাশি বন্ধ হয়, দায় ওদের নিতে হবে: কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহানগর। ভোর থেকে জল নামানোর কাজে ব্যস্ত পুরসভা থেকে প্রশাসন। এই পরিস্থিতিতে কলকাতা থেকে জল নামতে দেরি হওয়ার জন্য মেট্রো (Metro Rail) কর্তৃপক্ষকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার সন্ধেয় সাংবাদিক বৈঠকে তিনি বলেন “মেট্রোর কাজের জন্য দিনের পর দিন বালি, মেটেরিয়ালস পড়ে থাকে। নালা বন্ধ হয়ে যায়। দায় ওদেরও নিতে হবে।”

দীর্ঘদিন ধরে কাজ চলছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। শহরের নিকাশি ব্যবস্থা। কলকাতার জল জমার জন্য এদিন মেট্রো কর্তৃপক্ষকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,

“বর্ষা এবার তাড়াতাড়ি এসেছে, পুজো এবার তাড়াতাড়ি এসেছে। Nkda থেকে বলা হল, মেট্রোর (Metro Rail) কাজ হচ্ছে। তাদের সব জিনিস পড়ে গিয়ে নালা নর্দমা বন্ধ করে রেখেছে। এটা দায়িত্ব তাদের নিতে হবে। যারা দিনের পর দিন জিনিস ফেলে রেখেছে। আপনারা বলুন যাতে ওরা দায়িত্বশীলতার ভূমিকা নেয়।”

বিদ্যুতের খোলা তারে প্রাণহানির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী CESC-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, “৮-৯ জন মারা গিয়েছেন বিদ্যুতের জন্য। সিইএসসি-কে বলেছি, রাস্তায় পড়ে থাকা তারগুলো সরাতে হবে।” আমি তোদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাতের প্রশাসনিক প্রধান জানান, “জীবনের বিকল্প অর্থ হয় না। তবু সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হবে। আমার মনে হয়, প্রত্যেক পরিবারকেই অন্তত পাঁচ লক্ষ টাকা দেওয়া উচিত ওদেরও (CESC-র)।” সকলকে সতর্কতা মেনে চলার পরামর্শও দেন মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, নবাদিগন্ত শিল্প তালুক অর্থাৎ সল্টলেক বাইপাস এবং সেক্টর V-এর সংলগ্ন এলাকার কিছু জায়গায় মেট্রো কাজের জন্য প্রধান নিকাশি নালা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জল জমেছে। টেকনোপলিস থেকে ALBL ক্রসিংয়ের কাছে ৫ নম্বর পাম্পিং স্টেশন পর্যন্ত মেট্রো রেলের কাজের কারণে ক্ষতি হয়েছে। উইপ্রোর কাছেও নিকাশি পাইপের একটি অংশ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট অংশে মেট্রোর কাজ শেষ না হওয়ার কারণে সেই লাইন সরানো সম্ভব হয়নি।

spot_img

Related articles

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র – সুভাষ সরোবর, বিকল্প ঘাটে আয়োজনের প্রস্তুতি 

ছটপুজো উপলক্ষে এ বছরও সাধারণের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ...