নোনাডাঙায় জমি বরাদ্দ হিডকোর, ই-অকশন ১৬ অক্টোবর

Date:

Share post:

পূর্ব কলকাতার নোনাডাঙা-চৌবাগা এলাকায় জমি বরাদ্দের জন্য ই-অকশনের আয়োজন করছে পশ্চিমবঙ্গ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই জমি ফ্রিহোল্ড ভিত্তিতে দেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক কিংবা মিশ্র প্রকল্পের জন্য জমি ব্যবহার করা যাবে, তবে সবই হতে হবে ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল প্ল্যান ও পুরসভার বিল্ডিং রুলস মেনে।

জমিটির আয়তন প্রায় ২০ হাজার বর্গমিটার বা পাঁচ একর। অবস্থানগত দিক থেকে জমিটিকে কৌশলগত বলে দাবি করছে হিডকো। ইএম বাইপাস সংলগ্ন জমিটি প্রস্তাবিত মেট্রো স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। আশপাশে ফর্টিস ও দেশুন হাসপাতাল, হারিটেজ স্কুল, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল এবং মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থাকায় জমির গুরুত্ব আরও বেড়েছে।

ই-অকশন হবে আগামী ১৬ অক্টোবর। প্রারম্ভিক দর নির্ধারিত হয়েছে ১৯৮.৮৫ কোটি টাকা এবং প্রতি ধাপে দর বাড়ানোর অঙ্ক ১০ লক্ষ টাকা। সর্বোচ্চ দরদাতার কাছেই জমি বরাদ্দ হবে, তবে তা রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে। অংশগ্রহণকারীদের প্রাথমিক প্রকল্প পরিকল্পনায় জমির ব্যবহার, বিনিয়োগের প্রতিশ্রুতি, কর্মসংস্থানের সম্ভাবনা এবং কাজের সময়সূচি স্পষ্ট করে জানাতে হবে।

শর্ত অনুযায়ী জমির দখল নেওয়ার এক বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে হবে। প্রয়োজনে সময়সীমা দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করা বাধ্যতামূলক। নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার না হলে কিংবা কাজে গাফিলতি হলে হিডকো জমি পুনর্দখল করতে পারবে। হিডকোর দাবি, নোনাডাঙার এই জমি শহরের পূর্বাংশে দ্রুত বিকাশমান অঞ্চলে অবস্থিত। ফলে ভবিষ্যতে কলকাতার বাড়তে থাকা আবাসিক ও বাণিজ্যিক চাহিদা মেটাতে বড় বিনিয়োগ টানার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- প্যালেস্তাইন রাষ্ট্র তৈরিতে স্বীকৃতি ১৫০ রাষ্ট্রের: হামাস হঠানোর প্রতিশ্রুতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...