Monday, January 12, 2026

বৃষ্টিজনিত দুর্যোগে বাতিল কলকাতার উদ্বোধন, ভার্চুয়ালি জেলায় পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মুখেই প্রবল নিম্নচাপের জেরে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে মঙ্গলবার সারাদিন শহরের একাধিক প্রান্তে হাঁটুসমান জল। জলমগ্ন হয়ে পড়ে বহু পুজো মণ্ডপও। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে কলকাতায় নির্ধারিত উদ্বোধন কর্মসূচি বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভবানীপুর 70 পল্লি, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ-সহ একাধিক পুজো উদ্বোধন করার কথা ছিল মমতার ৷ কিন্তু, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেই সব কর্মসূচি বাতিল করেছেন তিনি ৷ তবে বিকেলে ভার্চুয়ালি উদ্বোধন করেন জেলার একাধিক পুজো।

মুখ্যমন্ত্রী জানান, “কলকাতার পরিস্থিতির কথা মাথায় রেখে এখানে উদ্বোধন বাতিল করেছি। তবে জেলার পুজো উদ্যোক্তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। তাঁদের বঞ্চিত করতে পারি না। তাই ভার্চুয়ালি উদ্বোধনের আয়োজন করা হয়েছে।” পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। স্ক্রিনে প্রদর্শিত হয় প্যান্ডেল ও মাতৃমূর্তির ছবি এবং ভিডিও। প্যান্ডেলের সজ্জা ও প্রতিমার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

শারদ শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, “দুর্যোগের মধ্যেও মায়ের আহ্বান করতে হবে। মা-ই সংকট কাটিয়ে দেবেন। যদি কোনও সমস্যা হয়, নবান্নের কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন।” পাশাপাশি, এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন- মেট্রোর কাজের জন্য নিকাশি বন্ধ হয়, দায় ওদের নিতে হবে: কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...