বৃষ্টিজনিত দুর্যোগে বাতিল কলকাতার উদ্বোধন, ভার্চুয়ালি জেলায় পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর মুখেই প্রবল নিম্নচাপের জেরে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে মঙ্গলবার সারাদিন শহরের একাধিক প্রান্তে হাঁটুসমান জল। জলমগ্ন হয়ে পড়ে বহু পুজো মণ্ডপও। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে কলকাতায় নির্ধারিত উদ্বোধন কর্মসূচি বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভবানীপুর 70 পল্লি, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ-সহ একাধিক পুজো উদ্বোধন করার কথা ছিল মমতার ৷ কিন্তু, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেই সব কর্মসূচি বাতিল করেছেন তিনি ৷ তবে বিকেলে ভার্চুয়ালি উদ্বোধন করেন জেলার একাধিক পুজো।

মুখ্যমন্ত্রী জানান, “কলকাতার পরিস্থিতির কথা মাথায় রেখে এখানে উদ্বোধন বাতিল করেছি। তবে জেলার পুজো উদ্যোক্তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। তাঁদের বঞ্চিত করতে পারি না। তাই ভার্চুয়ালি উদ্বোধনের আয়োজন করা হয়েছে।” পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। স্ক্রিনে প্রদর্শিত হয় প্যান্ডেল ও মাতৃমূর্তির ছবি এবং ভিডিও। প্যান্ডেলের সজ্জা ও প্রতিমার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

শারদ শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, “দুর্যোগের মধ্যেও মায়ের আহ্বান করতে হবে। মা-ই সংকট কাটিয়ে দেবেন। যদি কোনও সমস্যা হয়, নবান্নের কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন।” পাশাপাশি, এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন- মেট্রোর কাজের জন্য নিকাশি বন্ধ হয়, দায় ওদের নিতে হবে: কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আগে সোনার উত্তরপ্রদেশ-বিহার-অসম গড়ে দেখান: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

ফের একবার রাজ্যে এসে  'সোনার বাংলা' গড়ার ফাঁকা আওয়াজ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার কিছুক্ষণের মধ্যেই...

পরিযায়ী মামলায় হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রের

'পরিযায়ী' তকমা দিয়ে বাংলার পরিবারকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বাংলাদেশি বলে...

নিয়োগ সংক্রান্ত সব মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থর, জেলমুক্তি কবে জানালেন আইনজীবীরা

প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Teachers Recruitment Case) অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই সংক্রান্ত অন্য...

তৃণমূল কেন বারবার ক্ষমতায়? আপনাদেরই লোকজন কী বলছেন? শুনুন কমরেড

অভিজিৎ ঘোষ দুটি ঘটনা। বাংলার মানুষ কেন মাথায় করে রেখেছেন মা-মাটি-মানুষের সরকারকে (TMC Govt), তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে...