Monday, November 17, 2025

সবাইকে ছাপিয়ে বর্ষসেরা ফুটবলার, ব্যালন ডি’অর জয়ের দিনে মেসিকে স্মরণ দেম্বেলের

Date:

ব্যালন ডি’অর (Ballon d’Or) জিতলেন দেম্বেলে(Ousmane Dembele)।  পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করে ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। মেসি-রোনাল্ডোরা দৌড়ে ছিলেন না, এবার ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে এগিয়ে ছিলেন দেম্বেলে। তাঁর হাতেই শিরোপা উঠল।

এমন স্বীকৃতির পর পিএসজির তারকা ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ব্যালন ডি’অর জেতা কখনোই তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। তবে সোমবার বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণার পর পরিবারের কথা বলতে গিয়ে চোখের পানি আটকাতে পারেননি।

পুরস্কার পেয়ে তাঁর চোখে জল। নিজেকে সামলে নিয়ে বলেন, “আমি কাঁদতে চাইনি। কিন্তু যখনই পরিবারের কথা বলতে গিয়েছি, যারা আমার পাশে থেকেছে তাদের কথা ভেবেছি, তখন আর চোখের জল আটকাতে পারিনি। আমি কোনওদিন এই ট্রফি জেতার জন্য আলাদা করে চেষ্টা করিনি। তবে এই ট্রফি পেয়ে আমি খুবই খুশি।”

২০১৭ সালে ডর্টমুন্ড থেকে উঠে আসা তরুণ দেম্বেলেকে বার্সেলোনা কিনে নেয় ১৫০ মিলিয়ন ইউরোতে। সেখানে চার বছর ছয় মাস একসঙ্গে খেলেছেন মেসি-দেম্বেলে। এরপর পিএসজিতে যোগ দেন।

চোটের সঙ্গে লড়াই করা দেম্বেলের পাশে ছিলেন মেসি, খুশির দিনে মেসির কথাও তুলে ধরেন ফরাসি তারকা। দেম্বেলে নিজেই বলেছেন, ‘প্রথম দিন থেকেই আমার মেসির সঙ্গে ভালো সম্পর্ক। আমার লকার ছিল তার পাশে। অনেক পরামর্শ দিতেন। আমার কাছে তিনি সেরা, অনন্য। গর্বিত যে তার সঙ্গে খেলতে পেরেছি। ’

ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে দেশ হিসেবে সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ে ফ্রান্স ছুঁয়ে ফেলল আর্জেন্টিনাকে। ফ্রান্স ও আর্জেন্টিনা সমান ব্যালন ডি’অর জিতলেও, দুই দেশের জেতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে।

আরও পড়ুন: সভাপতি পদে দায়িত্ব নিলেন সৌরভ, জানালেন নিজের পরিকল্পনা

প্লাতিনি ও মেসির পর প্রথম ফুটবলার এবং ফুটবল ইতিহাসে প্রথম মহিলা  ফুটবলার হিসাবে পর পর তিনবার ব্যালন ডি ওর জিতলেন বার্সেলোনার আইতানা বোনমাতি।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version