Monday, January 12, 2026

বহরমপুর টু বরাহনগর, ‘রক্তবীজ-টু’ প্রমোশনে উন্মাদনার ঝড়!

Date:

Share post:

ছবি মুক্তি পেতে আর বাকি মাত্র দুদিন, কিন্তু শেষ মুহূর্তের প্রচার প্রমোশনেও তুমুল উন্মাদনা। টিম ‘রক্তবীজ টু’ (Raktabeej 2) যেখানেই যাচ্ছে সেখানেই উপচে পড়া জনতার ভিড়। বহরমপুর হোক বা চন্দননগর, হাওড়া হোক বা বরাহনগর সর্বত্রই পঙ্কজ বনাম মুনিরের টক্কর দেখতে তৈরি দর্শক। গত ২২ তারিখ থেকে অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং সেখানেও ‘রঘু ডাকাত’কে যে বেশি শো দেওয়া হয়েছে সেই বৈষম্য ভীষণভাবে স্পষ্ট। কিন্তু মানুষের উচ্ছ্বাস আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায় (Shiboprasad Mukherjee- Nandita Roy) ঘরানার সিনেমার প্রতি বাংলার মানুষের ভালোবাসা- আগ্রহ মুক্তির আগেই বুঝিয়ে দিচ্ছে ‘বহুরূপীর’ পর এই ছবি আরও একবার ব্লকবাস্টার হওয়ার দিকে এগোচ্ছে।

শহর কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় ছবির প্রমোশনে পৌঁছে যান শিবপ্রসাদ, অঙ্কুশ হাজরা (Ankush Hazra), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), কৌশানি মুখোপাধ্যায়রা (Koushani Mukherjee)।সোশ্যাল মিডিয়ার চর্চায় সংযুক্তা- পঙ্কজের (মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রদের নাম) রোমান্টিক কেমিস্ট্রি।

‘ভিলেন’ অঙ্কুশকে একবার ছুঁয়ে দেখতে যেভাবে ভিড় করছেন অনুরাগীরা তাতে এটা বেশ স্পষ্ট ‘রক্তবীজ টু’কে সুপারহিট হওয়ার জন্য ক্ষমতা বা অর্থবল প্রয়োগ করতে হয় না।

আসলে মানুষের ভালবাসাই উইন্ডোজ মিডিয়া হাউজের মূলধন। সিনেমার ট্রেলার মুক্তির পথ থেকেই টানটান চিত্রনাট্য দর্শকের নজর কেড়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যেভাবে ‘চোখের নীলে’ গানে মিমিকে (Mimi Chakraborty) নকল করে পর্দার ‘মুনির’ ডান্স স্টেপ দেখিয়েছেন, তা সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল। ছবিতে তাঁরা একে অন্যের প্রতিপক্ষ, কিন্তু বাস্তবে দুজনের গভীর বন্ধুত্বের আভাস ভিডিও থেকে স্পষ্ট। পাশাপাশি পহেলগাম হামলায় (Pahelgam Attack) নিহতদের পরিবারের সঙ্গেও কথা বলেছে ‘রক্তবীজ টু’ টিম। মাতৃপক্ষে দেবী আসছেন মহিষাসুর নিধন করতে। আর ‘সন্ত্রাসবাদ’ নামের অসুরকে বধ করতে বড়পর্দায় আসছে ‘রক্তবীজ টু’ (Raktabeej 2)। তাই অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির জয়গান দেখতে দর্শকের প্রথম পছন্দ যে শিবু-নন্দিতা পরিচালিত সিনেমাই, সেটা আর আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন হয় না।

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...