পুরসভা পুরোদমে কাজ করছে, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ ফিরহাদের

Date:

Share post:

টানা ৫ ঘণ্টার অতিবৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ কোথাও ২৫০ মিলিমিটার কোথাও আবার গড়ে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। জেট পাম্প, সাকশন মেশিন নামিয়ে জল নামানোর কাজ চলছে। মঙ্গলবার সকালেই পুরসভার (KMC) কন্ট্রোল রুমে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানিয়েছেন, “এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো জানা ছিল না। এরকম মেঘ ভাঙা বৃষ্টি আগে দেখিনি। তবে পুরসভা (KMC) কাজ করছে। যা পরিস্থিতি তাতে ১০ ঘণ্টা মতো সময় লাগবে। আর বৃষ্টি না বলে আজ রাতের মধ্যে জল নেমে যাবে।”

দ্বিতীয়াতে অসুর বৃষ্টির দাপটে বিপর্যস্ত নাগরিক জীবন। সেপ্টেম্বরের এত বৃষ্টি গত চার দশকে হয়নি বলে জানাচ্ছে হাওয়া অফিস (Weather Department)। গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫২ মিলিমিটার বৃষ্টি আলিপুরে রেকর্ড হয়েছে। কোথাও বাড়িতে জল ঢুকেছে কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট। ইতিমধ্যেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা সাত। জলঢাকা কলকাতা পুরসভা। গঙ্গার লক গেট খুলে দেওয়া হয়েছে। ট্রেন পরিষেবা ব্যাহত, রাস্তায় বাস-ট্যাক্সি বিকল, দেখা মিলছে না অ্যাপ ক্যাবেরও। কেউ লরিতে আবার কেউ ‘ছোট হাতি’ ভাড়া করে কর্মস্থলে পৌঁছছেন। ভাড়া দিতে হচ্ছে প্রায় দশগুণ বেশি। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত প্রায় কুড়ি মিনিট অন্তর মেট্রো চলছে। নাকাল শহরবাসী। সকাল সাড়ে দশটার পর বেশ কিছু জায়গায় ফের বৃষ্টি শুরু হওয়ার খবর মিলেছে। এই অবস্থায় মেয়রের পরামর্শ, যদি খুব প্রয়োজন না থাকে তাহলে আজ বাড়ি থেকে না বেরোনোই ভালো। পাশাপাশি যাঁরা কাজে বেরোচ্ছেন তাঁদের সতর্ক থাকার অনুরোধও করেছেন ফিরহাদ।

 

spot_img

Related articles

ফের বিঘ্ন মেট্রো পরিষেবা, যতীন দাস পার্কে আত্মহত্যায় ব্যাহত ব্লু লাইন

ফের ব্যাহত ব্লু লাইন মেট্রো পরিষেবা (Blue Line Metro Service)! শুক্রবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই...

“রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকুন”, সূর্যকুমারকে সতর্কবার্তা আইসিসির

রবিবার এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু তার আগেই  সতর্কিত হলেন সূর্যকুমার যাদব...

আগে সোনার উত্তরপ্রদেশ-বিহার-অসম গড়ে দেখান: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

ফের একবার রাজ্যে এসে  'সোনার বাংলা' গড়ার ফাঁকা আওয়াজ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার কিছুক্ষণের মধ্যেই...

পরিযায়ী মামলায় হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রের

'পরিযায়ী' তকমা দিয়ে বাংলার পরিবারকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বাংলাদেশি বলে...