জলমগ্ন স্টুডিও চত্বর, বন্ধ একাধিক ধারাবাহিকের শ্যুটিং!

Date:

Share post:

কলকাতার দুর্যোগের প্রভাব লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগতে। মহানগরীর অন্যান্য রাস্তার মতোই জল থৈ থৈ টালিগঞ্জের স্টুডিও পাড়া চত্বর (Kolkata Studio Area)। শুধু তাই নয় জোকার শ্যুটিং ফ্লোরে একই অবস্থা। পুজোর আগে সিরিয়াল ব্যাঙ্কিংয়ের চাপ মাথায় দিয়ে অঘোষিত ‘রেনি ডে’-তে কী ভাবছেন টেলি তারকারা (Television Stars)?

সারা বছর বাঙালির ড্রয়িং রুমে নতুন নতুন এপিসোড পৌঁছে দিয়ে পুজোর চারটে দিন একটু ছুটি কাটাতে পারেন টেলিউডের তারকারা। তবে তার জন্য আগে থেকে কাজ করে রাখতে হয়। একটা দিন শ্যুটিং না হওয়ার মানে বিরাট ক্ষতি। অথচ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেভাবে অতি ভারী বৃষ্টি ডুবিয়েছে কলকাতাকে, তার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। সাহেব- সুস্মিতা অভিনীত ‘কথা’ (Katha ) ধারাবাহিকের শ্যুটিং আজ বন্ধ। বৃষ্টি দুর্যোগে ‘আমাদের দাদামণি’ ও ‘আনন্দী’ সিরিয়ালের কাজও আজ হচ্ছে না বলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও টালিগঞ্জে বেশকিছু ফ্লোরে ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘জোয়ার ভাঁটা’-সহ একগুচ্ছ ধারাবাহিকের কাজ চলছে। অভিনেতারা বলছেন, যানজট আর জলজমাট মহানগরীতে সময়মতো ফ্লোরে পৌঁছানোটাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) বাড়ি থেকে স্টুডিওর দূরত্ব মাত্র আধ ঘণ্টা। অথচ আড়াই ঘণ্টায়ও তিনি গন্তব্য পৌঁছতে পারেননি। শেষমেষ প্রোডাকশন থেকে গাড়ি পাঠিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। ‘পরশুরাম’ অভিনেতা ইন্দ্রজিৎ আজ বাইকারোহী। তাঁর কথায়, “গাড়ি বার করতে ভরসা পাইনি। এ ভাবেই পৌঁছেছি। বাকিরাও এক এক করে আসছেন।” টেকনিশিয়ান থেকে কলাকুশলী সকলকেই বেশ নাকানিচোবানি খেয়ে কাজে পৌঁছাতে হয়েছে। তবে আশার খবর এটাই যে টালিগঞ্জের সবকটা স্টুডিও ফ্লোরে মোটামুটি কাজ চলছে। কোথাও ক্যামেরা বন্ধ হয়নি।

 

spot_img

Related articles

সুরুচির দেওয়ালে ‘বন্দেমাতরম’ লিখলেন: বাংলার স্বাধীনতা সংগ্রাম স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

ভারতের স্বাধীনতা সংগ্রাম বাঙালির মেধা, পরিশ্রম, অনুশীলন ছাড়া সম্ভবই হত না। বারবার বাঙালির প্রতিটি সাফল্যের কাহিনী তুলে ধরতে...

রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার। ভরপুর অ্যাকশন। সঙ্গে ইমোশন আর ভরপুর রোমান্স। আছে দুটি আইটেম নম্বর। পুজোর উপহার...

পুজোয় ঠাকুর দেখতে শিয়ালদহ শাখায় ৩১টি স্পেশাল ট্রেন

পুজোর ভিড় সামাল দিতে এবার রাতেও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা (Sealdah)। রেলের তরফে...

বাংলার স্বাধীনতা সংগ্রাম ভুলিয়ে দিচ্ছে ‘দিল্লি’: সুরুচি সংঘের পুজো উদ্বোধনে তোপ মুখ্যমন্ত্রীর

দুর্গোৎসবের উদ্বোধনে অনুশীলন সমিতির থিমে সুরুচি সংঘে পরিবেশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রচিত ও সুরারোপিত থিম সং। বাঙালি...