Tuesday, December 16, 2025

জলমগ্ন স্টুডিও চত্বর, বন্ধ একাধিক ধারাবাহিকের শ্যুটিং!

Date:

Share post:

কলকাতার দুর্যোগের প্রভাব লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগতে। মহানগরীর অন্যান্য রাস্তার মতোই জল থৈ থৈ টালিগঞ্জের স্টুডিও পাড়া চত্বর (Kolkata Studio Area)। শুধু তাই নয় জোকার শ্যুটিং ফ্লোরে একই অবস্থা। পুজোর আগে সিরিয়াল ব্যাঙ্কিংয়ের চাপ মাথায় দিয়ে অঘোষিত ‘রেনি ডে’-তে কী ভাবছেন টেলি তারকারা (Television Stars)?

সারা বছর বাঙালির ড্রয়িং রুমে নতুন নতুন এপিসোড পৌঁছে দিয়ে পুজোর চারটে দিন একটু ছুটি কাটাতে পারেন টেলিউডের তারকারা। তবে তার জন্য আগে থেকে কাজ করে রাখতে হয়। একটা দিন শ্যুটিং না হওয়ার মানে বিরাট ক্ষতি। অথচ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেভাবে অতি ভারী বৃষ্টি ডুবিয়েছে কলকাতাকে, তার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। সাহেব- সুস্মিতা অভিনীত ‘কথা’ (Katha ) ধারাবাহিকের শ্যুটিং আজ বন্ধ। বৃষ্টি দুর্যোগে ‘আমাদের দাদামণি’ ও ‘আনন্দী’ সিরিয়ালের কাজও আজ হচ্ছে না বলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও টালিগঞ্জে বেশকিছু ফ্লোরে ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘জোয়ার ভাঁটা’-সহ একগুচ্ছ ধারাবাহিকের কাজ চলছে। অভিনেতারা বলছেন, যানজট আর জলজমাট মহানগরীতে সময়মতো ফ্লোরে পৌঁছানোটাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) বাড়ি থেকে স্টুডিওর দূরত্ব মাত্র আধ ঘণ্টা। অথচ আড়াই ঘণ্টায়ও তিনি গন্তব্য পৌঁছতে পারেননি। শেষমেষ প্রোডাকশন থেকে গাড়ি পাঠিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। ‘পরশুরাম’ অভিনেতা ইন্দ্রজিৎ আজ বাইকারোহী। তাঁর কথায়, “গাড়ি বার করতে ভরসা পাইনি। এ ভাবেই পৌঁছেছি। বাকিরাও এক এক করে আসছেন।” টেকনিশিয়ান থেকে কলাকুশলী সকলকেই বেশ নাকানিচোবানি খেয়ে কাজে পৌঁছাতে হয়েছে। তবে আশার খবর এটাই যে টালিগঞ্জের সবকটা স্টুডিও ফ্লোরে মোটামুটি কাজ চলছে। কোথাও ক্যামেরা বন্ধ হয়নি।

 

spot_img

Related articles

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...

মেসি-বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ রাজ্যের: শোকজ রাজীব কুমার, মুকেশ-সহ ৩জন, সাসপেন্ড অনীশ

যুবভারতীতে (Yuba Bharati) লিওনেল মেসির (Loinel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)।...