সুদেষ্ণা ঘোষাল

বিহারে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বাড়ছে উত্তেজনার পারদ। নবরাত্রির মধ্যেই এনডিএ শিবিরের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে একাধিক দলের তরফে মিলেছে এমনই ইঙ্গিত। উল্টোদিকে বিরোধী মহাজোট (opposition alliance) প্রার্থী বাছাই নিয়ে সমান তালে নিচ্ছে প্রস্তুতি। বুধবার বিহারে ৮৫ বছর পরে ওয়ার্কিং কমিটির (CEC) বৈঠক স্থান হিসাবে বেছে চমক দিয়েছে কংগ্রেস। এদিকে এনডিএ (NDA) শিবিরের আজকে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছে।

বুধবারের বৈঠকে প্রথম সারির সব নেতা উপস্থিত থাকবে বলে খবর। দিল্লি বাদ দিয়ে বৈঠক হঠাৎ কেন বিহারে? এনিয়ে আরজেডি উপরে একদিকে যেমন চাপ বাড়িয়েছে কংগ্রেস। অন্যদিকে এনডিএ শিবির কংগ্রেসের এই সিদ্ধান্তে বিশেষ স্বস্তিতে নেই। কারন সম্প্রতি ইন্ডিয়া ব্লকের ভোটার অধিকার যাত্রা বিহারবাসীর মনে তেজস্বী (Tejaswi Yadav), রাহুল গান্ধী অনেকটাই প্রভাব ফেলেছে। কিন্তু এখনও মূল কাজ আসন রফা বাকি। যা নিয়ে তেজস্বী এবং কংগ্রেস দুপক্ষই অঙ্ক কষছে। এই বিষয়ই আজকের ওয়ার্কিং কমিটির অন্যতম আলোচ্য বিষয় বলে সুত্রের দাবি।

ইতিমধ্যেই আরজেডি অন্দরে খবর তারা কংগ্রেসকে ৭০ আসন ছাড়তে পারে। কারন গত বিধানসভা ভোটে বিহারে কংগ্রেসের ভরাডুবির কারনেই মহাজোট সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে বিরোধী জোট। এই দিকটি ভাবার বিষয়। অন্যদিকে বাম দল শেষ নির্বাচনে ভালো ফল করায় তারাও আসনের দাবিদার। যদিও গতবারের ভোটে ভরাডুবি নিয়ে কংগ্রেসের দাবি বেশ কিছু আসন যেখানে বিজেপির জমি শক্ত সেখানে কংগ্রেসের ফল ভালো হয়নি বলেই ফলাফল খারাপ হয়েছে। তাই এবার আসন বাছাই ভেবেচিন্তে পা ফেলতে চায় কংগ্রেস।

আরও পড়ুন: ভোটার তালিকার কোনও নিরাপত্তা ছিল না: মেনে নিয়ে সংশোধন কমিশনের

এমনিতে ভোটার তালিকা সংশোধন (SIR), বেকারত্ব, বিহারের সার্বিক উন্নয়ন নিয়ে আরজেডি, কংগ্রেস ব্যাপক ভাবে প্রচার চালিয়েছে। এসআইআর-এ ৬০ লক্ষ ভোটারের নাম বাদ নিয়ে সাধারণ মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে। সুপ্রিম কোর্টও এই বিহারে ভোটার তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। যা এবারের বিহার বিধানসভা ভোটে এনডিএ শিবিরের সামনে নয়া চ্যালেঞ্জ। এবারের ভোটে চাপ বুঝতে পেরে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার জনমুখি প্রকল্পের ঢেলে প্রচার চালিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী মোদি বিহারে প্রচারে গিয়ে সড়ক এবং রেল প্রকল্পে কোটি কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছেন। কিন্তু আসন বাছাই এখনো বাকি। যা নিয়ে নীতীশ কুমারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন। বুধবার ফের এনডিএ শিবির বৈঠকে বসেছে। বিজেপির সামনে জোট শরিকদের খুশি করাও বড় ফ্যাক্টর। এলজেপি সুপ্রিমো চিরাগ পাসওয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্মানজনক আসন সংখ্যা দিতেই হবে। কমপক্ষে ৪০ টা আসন তাদের পাখির চোখ। এছাড়াও কেন্দ্রে নয় রাজ্য স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা। উপমুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসাবে নিজের ভাবনার কথা বলতে শোনা গিয়েছে। কারন এনডিএ নেতাদের মধ্যে নীতীশের জনপ্রিয়তার পরে জনতার পছন্দ চিরাগ। এইসব দিক মাথায় রেখেই বিহারের এনডিএ শিবিরের বৈঠকে প্রার্থী তালিকায় বাছাই করা হবে বলে মনে করা হচ্ছে।

–

–

–

–