Monday, November 17, 2025

পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে (Kalighat) নবনির্মিত দমকল কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banarjee)। বুধবার তৃতীয়ার দুপুরে শহরের বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধনের মাঝেই কালীঘাটে দমকলের নয়া ভবনের উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে পতাকা নেড়ে দমকলের ২৯টি বাইকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী।

নবনির্মিত দমকল কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ মালা রায়, বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার, কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়-সহ দমকলের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মকর্তারা।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কালীঘাটের এই ফায়ার স্টেশনটা দীর্ঘদিনের। তাই এটা সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল। আমি সুজিতকে বলেছিলাম এটা নতুন করে তৈরি করতে। সুজিত সেই কথা রেখেছে। আমি রোজই সামনে দিয়ে যেতাম আর দেখতাম আপনারা গাড়িগুলো বাইরের দিকে রাখতেন। তাতে অসুবিধা হত। তাই আমি বলছিলাম, আলাদা করে কোনও অনুষ্ঠানের দরকার নেই। পুজোর মধ্যে যাতায়াতের সময় উদ্বোধন করে দেব, যাতে গাড়িগুলো ভিতরেই রাখা যায়।

আরও পড়ুন :প্রকাশিত প্রাথমিক TET ফল, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর: বৃহস্পতিবার দুপুরে পর্ষদের ওয়েবসাইটে OMR শিট

এদিন উদ্বোধনের সঙ্গে দমকলকর্মীদের কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে লড়াই করেন, যাঁরা প্রাণপাত করে আগুন নেভান, মানুষকে বাঁচান, তাঁদের সবাইকে আমি স্যালুট জানাই। দমকলের ২৯টি বাইকও আজ উদ্বোধন হল। অলিতে-গলিতে ঢোকার জন্য এটা আমাদের নতুন সৃষ্টি। বড় বড় বাড়িতে আগুন নেভানোর জন্য যেমন বড় গাড়ি আছে, তেমন ছোট অলিগলির জন্য এই বাইক।

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version