Tuesday, December 16, 2025

মিঠুনের সম্পর্কে বিতর্কিত মন্তব্যে মানা হাই কোর্টের! শুনে কী বললেন কুণাল

Date:

Share post:

আদালতে মানহানির মামলা করেছিলেন বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অভিযোগ ছিল, তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে। সেই মামলায় এই দিন এক্সপার্টি করে নির্দেশ দিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। আপাতত মিঠুন ও তাঁর পরিবারকে জড়িয়ে কোনও বিতর্কিত মন্তব্য করা যাবে না। কুণালকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কোনও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। এই নির্দেশ নিয়ে কুণালের সহাস্য জবাব, নাম করব না।

চিটফান্ড কেলেঙ্কারিতে মিঠুন জড়িত বলে মন্তব্য করেন কুণাল। তৃণমূল ছেড়ে মিঠুন বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে বাঁচতে। কুণালের এই অভিযোগের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন জাত গোখরো। কুণালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার বেশি মানহানির মামলা করেন মিঠুন চক্রবর্তী। কুণাল খোঁচা দিয়ে বলেছিলেন, “যাঁর মান থাকে, তাঁর মানহানি হয়। ওঁর মান আছে নাকি যে মানহানি হবে! যিনি তদন্তের ভয়ে এতবার দল বদল করেন তাঁর মানসম্মান আছে!” চিটফান্ড প্রসঙ্গে কুণাল বলেছিলেন, “চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওর কী সংযোগ ছিল, সেটা আমি কোর্টে বলব। পুরোটা সিবিআই তদন্ত করুক।” বুধবার, সেই মামলার শুনানিতে নোটিশ সার্ভ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ডিসেম্বরে। তার আগে মিঠুনের সম্পর্কে মন্তব্য করতে পারবেন না কুণাল।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কুণাল জানান, এই বিষয়ে আমি সরাসরি জানি না। আদালতে (Calcutta High Court) এক্সপার্টি করে নির্দেশ দেওয়া হয়েছে। এর পরেই কুণালের সহাস্য জবাব, আমি মিঠুনদার নাম করব না। বলব, গরমকালে যিনি গরম কোর্ট আর টুপি পরে ঘোরেন। যিনি ৪-৫টি চিটফান্ডের সঙ্গে যুক্ত- আপনারা যা বোঝার বুঝে নেবেন।

spot_img

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...