Monday, November 17, 2025

শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

Date:

Share post:

আজ ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar) ছিলেন একজন বাঙালি বিপ্লবী ও জাতীয়তাবাদী। স্বাধীনতা আন্দোলনে বেশ প্রভাবশালী মুখ ছিলেন তিনি।চট্টগ্রাম এবং ঢাকা থেকে নিজের শিক্ষা শেষ করে তিনি কলকাতার বেথুন কলেজে (Bethune College) পড়াশোনা করেন। দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি একজন দায়িত্বশীল স্কুল শিক্ষিকার ভূমিকা পালন করেন। তাঁকে “বাংলার প্রথম মহিলা শহীদ” হিসেবে গণ্য করা হয়।

তাঁর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”স্বাধীনতা সংগ্রামী, শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবসে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে যেখানে এমন বীরাঙ্গনার জন্ম হয়েছিল। শুধু তিনিই নন, মাতঙ্গিনী হাজরা থেকে কল্পনা দত্ত, বীণা দাশ থেকে সুনীতি চৌধুরীর মতো অসংখ্য অগ্নিকন্যার জন্মভূমি আমাদের এই বাংলা। আমি সবসময় মনে করি, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন জয়ী হত না। বাংলাই স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান।

আরও পড়ুন: জলজটকে হাতিয়ার করে রাজনীতি! বিরোধীদের ‘কুৎসা’ ভেস্তে দিয়ে জবাব তৃণমূলের 

আমার গর্ব, আমাদের স্বাধীনতা আন্দোলনের গর্বের ইতিহাস তুলে ধরতে আমরা যে আলিপুর মিউজিয়াম করেছি সেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আমাদের স্বাধীনতা খুব কষ্ট করে অর্জন করতে হয়েছে। যে ঐক্যবদ্ধ, সম্প্রীতিতে পরিপূর্ণ ও সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে গড়ে ওঠা এক স্বাধীন দেশের স্বপ্ন আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, সেই ঐতিহ্য অটুট রাখাই আমাদের শপথ।”

spot_img

Related articles

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...