Monday, November 17, 2025

লক্ষ্যমাত্রা ৬৭ লক্ষ টন! নভেম্বর থেকে রাজ্যে শুরু ধান কেনা 

Date:

আগামী নভেম্বর থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ২০২৫-২৬ খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া। এর আগে থেকেই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। সম্প্রতি ভিডিও কনফারেন্সে জেলা শাসক ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

গত মরশুমে রেকর্ড পরিমাণে ধান সংগ্রহ হয়েছিল। ২০২৪-২৫ খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৫৬ লক্ষ ৩৩ হাজার টন ধান কেনা হয়, যার ৯২ শতাংশ চাল সরকারের গুদামে জমা পড়ে। খাদ্যমন্ত্রী বৈঠকে জানান, জেলা প্রশাসন, সরকারি সংস্থা এবং জেলা স্তরের কর্মীদের উদ্যোগেই এই সাফল্য সম্ভব হয়েছিল।

নতুন মরশুমে ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭ লক্ষ টন। এর জন্য কৃষকের সংখ্যা আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৩-২৪ মরশুমে যেখানে ১২ লক্ষ ৯৯ হাজার কৃষক নথিভুক্ত ছিলেন, ২০২৪-২৫-এ তা বেড়ে দাঁড়ায় ১৬ লক্ষ ৪৫ হাজার। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত এক কোটি কৃষকের অন্তত ৩০-৪০ শতাংশকে ধান বিক্রির জন্য উৎসাহিত করতে বলা হয়েছে।

খাদ্য দফতরের নির্দেশ, বিডিও ও আধিকারিকরা যাতে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে কৃষকদের সরকারি কেনার প্রক্রিয়ায় যুক্ত করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্তদের ফোনে যোগাযোগ করে ধান বিক্রিতে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, কৃষকের নামে অন্য কেউ ধান বিক্রি করতে না পারে, তার জন্য কড়া নজরদারি চালানোর বার্তা দিয়েছে দফতর।

আরও পড়ুন – পুজো উদ্বোধনের ঠাসা কর্মসূচির মধ্যেই কালীঘাটে দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version