ছয় ছক্কায় নয়া নজির, ব্যাট হাতে বিশ্ব রেকর্ড বৈভবের

Date:

Share post:

বিশ্ব ক্রিকেটে নয়া নজির বৈভব সূর্যবংশীর(Vaibhav Sryavanshi)। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯(AUS U 19) দলের বিরুদ্ধে বৈভব ব্যাট হাতে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।

অজি দলের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই(ODI) ম্যাচে সূর্যবংশী ৬৮ বলে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তরুণ  দুরন্ত ব্যাটিং করেন এবং ছয়টি ছক্কা মারেন। বয়সে কম হলেও তাঁর ব্যাটিংয়ে আগ্রাসন কিন্তু সিনিয়রদের থেকে কোনও অংশে কম নয়। মনে করা হচ্ছিল এই ম্যাচে শতরান করবেন বৈভব। কিন্তু দুরন্ত ক্যাচেই আউট হলেন বৈভব।

শুধু ভালো ব্যাটিংই করেননি একইসঙ্গে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন বৈভব। এর আগে যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ভারতেরই উন্মুক্ত চন্দের দখলে। ২১ ইনিংসে ৩৮টি ছক্কা মারার নজির ছিল উন্মুক্তের।

বৈভব মাত্র ১০ ইনিংসে ৪১টি ছক্কা মেরেছন। যেহেতু বৈভবের বয়স মাত্র ১৪, তাই আগামী দিনে আরও বেশি ওভার বাউন্ডারি মারার সুযোগ রয়েছে তার। তাই যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও আরও শক্তিশালী হতে ভারতীয় তরুণ তুর্কির। সূর্যবংশী এখন পর্যন্ত যুব ওডিআইতে ৫৪০ রান করেছেন, যার ২৬% এসেছে বাউন্ডারি থেকে। ভারতের হয়ে ছক্কা মেরেছেন সবচেয়ে বেশি তিন ব্যাটারের মধ্যে তিনি এখন শীর্ষে।

আরও পড়ুন:কঠিন ম্যাচের আগে স্বস্তি মোলিনার! ভিসা সমস্যা মিটল ম্যাকলারেনদের?

সবচেয়ে কম বয়সে আইপিএল অভিষেক হয়েছে বৈভবের। ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে নজর কাড়ার পর বয়সভিত্তিক জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন বৈভব।

spot_img

Related articles

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

সকাল হোক বা বিকেল, ট্রেন হোক বা বাস, শহর হোক বা গ্রাম। দুর্গাপুজোর চতুর্থীতেই বাঙালি প্রমাণ করে দিল...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...