বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের। ইতিমধ্যেই দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এশিয়া কাপে (Asia Cup) দুইবার মুখোমুখি হয়েছিল। মাঠের লড়াইয়ের মতোই সমান তালে চলছে মাঠের বাইরের লড়াইও। এবার পাকিস্তানের ক্রিকেটারদের আচরণ নিয়ে ফের আইসিসির (ICC) দরবারে বিসিসিআই (BCCI)।

হ্যারিস রউফ, সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়ে আপত্তি আছে ভারতের। বিসিসিআই মনে করছে দুই পাক ক্রিকেটার যে সেলিব্রেশন করেছেন তা ভারত বিদ্বেষী। ফলে এই বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে ভারত, এমনই খবর সংবাদ সংস্থা সূত্রে। এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করতে পারে আইসিসি।

আসলে গত রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দুই পাক ক্রিকেটার এমন সেলিব্রেশন করেছিলেন যা রীতিমতো ভারতকে ব্যঙ্গ করে।

ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। কূটনৈতিক মহলরে মতে, আসলে রউফ বোঝাতে চাইছেন অপারেশন সিন্দুর সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল সেই বিষয়টি। পাকিস্তানের পক্ষ থেকে করা সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।

আরও পড়ুন :গিলের ডেপুটি জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্রাত্য ঈশ্বরণ-নায়ার

এখানেই শেষ নয় পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক আছে, তিনি ব্যাটকে বন্দুকের স্টাইলে চালানোর সেলিব্রেশন করেছিলেন।

–

–

–

–