আর জি করের চিকিৎসক অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানোর সিদ্ধান্তকে বুধবার খারিজ করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দেন, অনিকেতকে আরজি করেই পোস্টিং করাতে হবে। তবে এই রায়ে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। তাদের মতে, প্রশাসনিক ও স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন মেনে পোস্টিং দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য দফতরের যুক্তি, কাউন্সেলিংয়ে ডাক্তারদের মতামত অবশ্যই গুরুত্ব পায়, তবে তার সঙ্গে মিলিয়ে রাজ্যের প্রয়োজনও খতিয়ে দেখা হয়। বিশেষত প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যপরিকাঠামো চালু রাখতে হলে ডাক্তারদের সেখানে পাঠানো জরুরি। সেই যুক্তিতেই অনিকেতকে রায়গঞ্জে পোস্টিং দেওয়া হয়েছিল।

রাজ্যের আইনজীবীরা হাই কোর্টে জানান, অনিকেত ও অন্য ডাক্তারদের আন্দোলনের ভূমিকা মাথায় রেখেই আলাদা করে লক্ষ্য করা হয়েছে—এটা বলা ভিত্তিহীন। কাউন্সেলিং প্রক্রিয়ায় যাঁরা অংশ নেন, তাঁদের সবার ক্ষেত্রেই রাজ্যের চাহিদা ও চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়।

রাজ্য আদালতের কাছে এই রায় কার্যকর না করার জন্য ৭ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছিল। কিন্তু বিচারপতি বসু সেই আবেদন খারিজ করে দেন। স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “চিকিৎসা পরিষেবার স্বার্থে প্রত্যন্ত এলাকায় পোস্টিং দেওয়া হয়। আদালতের নির্দেশকে সম্মান জানিয়েই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তবে এই রায়ের ফলে প্রশাসনিক পরিকল্পনা কিছুটা বিঘ্নিত হল।

আরও পড়ুন – পুজোর দিনেও চিকিৎসা পরিষেবায় সতর্ক প্রস্তুতি সরকারি-বেসরকারি হাসপাতালের

_

_

_

_

_
_