Monday, November 17, 2025

পুজোর দিনেও চিকিৎসা পরিষেবায় সতর্ক প্রস্তুতি সরকারি-বেসরকারি হাসপাতালের

Date:

দুর্গাপুজোর আনন্দের দিনগুলিতে যাতে চিকিৎসা পরিষেবায় ভোগান্তি না বাড়ে, সেই প্রস্তুতিতেই ব্যস্ত রাজ্যের হাসপাতালগুলি। সরকারি থেকে বেসরকারি—সকলেই ছক কষছে বিশেষ রোস্টার ও জরুরি পরিষেবা চালু রাখার।

স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গিয়েছে, অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলিতে খোলা থাকবে সরকারি হাসপাতালের আউটডোর। তবে ষষ্ঠী যেহেতু রবিবারে পড়েছে, সেদিন অন্য রবিবারের মতো আউটডোর বন্ধ থাকবে। রোগীর চাপ সামলাতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজে বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। খোলা থাকবে স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও।

বেসরকারি হাসপাতালগুলিও পুজোর দিনগুলিতে তৈরি পূর্ণ প্রস্তুতিতে।

• অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সি, আউটডোর, রক্ত ও রোগ পরীক্ষার বিভাগ চালু থাকবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ১০৬৬ নম্বরে। সপ্তমী পর্যন্ত চালু থাকবে হেলথ চেক আপ পরিষেবা, ফের শুরু হবে ৩ অক্টোবর। কল সেন্টার নম্বর ০৩৩৪৪২০২১২২ সচল থাকবে।

• মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, টেলি কনসালটেশনের জন্য ২৪ ঘণ্টা অনলাইনে চিকিৎসকরা পাওয়া যাবেন। যোগাযোগের নম্বর ০৩৩-২২২২১১১১ ও ৭০২২০২৩২৮৬।

• নারায়ণা হেলথ জানিয়েছে, সপ্তমী থেকে দশমী আউটডোর বন্ধ থাকলেও ইমার্জেন্সি, অপারেশন, রোগ ও রক্ত পরীক্ষা পরিষেবা চলবে। জরুরি প্রয়োজনে বা অ্যাম্বুলেন্সের জন্য ফোন নম্বর ১৮০০৩০৯০৩০৯।

• রুবি হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সির জন্য যোগাযোগ করা যাবে ৯৭৪৮৯৩২১০০ নম্বরে। ভর্তি ও অ্যাম্বুলেন্সের জন্য ৯৮০১১৭৯১৭৫, আউটডোরের প্রয়োজনে ৮৩৩৬৯৯০৪৫১/০৩৩৬৬০১১৮০০, রোগ পরীক্ষার জন্য ৮০১৭০৬৬৬৮৫, হেলথ চেক আপের জন্য ৯০৭৩৩৬৪৭৫৩, ব্লাড ব্যাঙ্কের জন্য ৯০৭৩৯৯৯৭২১।

• বি পি পোদ্দার হাসপাতাল জানিয়েছে, পুজোর সময় ইমার্জেন্সি ও ওপিডি চালু থাকবে। হাসপাতালের ৫ কিমি এলাকাজুড়ে থাকবে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। বিশেষজ্ঞ চিকিৎসক, কনসালটেন্ট ও ‘অন কল’ ডাক্তার উপস্থিত থাকবেন। চালু থাকবে হোম কেয়ার সার্ভিসও।

সব হাসপাতালই জানাচ্ছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পালা করে ছুটি দেওয়া হলেও চিকিৎসা পরিষেবায় কোনও ফাঁক রাখা হবে না। পুজোর আনন্দের মাঝেও রোগীদের নিরাপত্তাই অগ্রাধিকার।

আরও পড়ুন – ছাত্র-যুবর আন্দোলনে পুলিশের লাঠি, লাদাখে ‘শহিদ’ ৪: রাজনীতির চেষ্টা বিজেপির

_

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version