কেন্দ্রের নীতির জন্য অনিশ্চিত এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ

Date:

Share post:

কেন্দ্রের কড়া নীতির জন্য এশিয়ান গেমসে (Asian Games) অংশগ্রহণ অনিশ্চিত ভারতীয় ফুটবল দলের (Indian Football Team)। আগামী বছর জাপানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে,  পদক জয়ের সম্ভাবনা রয়েছে এমন প্রতিযোগী বা দল পাঠানো হবে। বিগত কয়েকটি টুর্নামেন্টে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলের পারফরম্যান্স মোটেই ভালো নয়। ফলে আসন্ন এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর ক্ষেত্রে আগ্রহী নয় ক্রীড়ামন্ত্রক।

এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যেই এক নির্দেশিকা জারি করেছে ক্রীড়ামন্ত্রক। দলগত ইভেন্টগুলির ক্ষেত্রে এশিয়ান ক্রমতালিকায় প্রথম আটটি দলের মধ্যে থাকতে হবে। সেখানে স্পষ্ট বলা—ফুটবল, হকি বা রিলে-ডাবলসের মতো দলগত খেলায় কেবল সেই দলই যাবে, যারা গত এক বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা আটে শেষ করেছে, অথবা বর্তমানে এশিয়ার টপ-৮–এ রয়েছে।

ক্রীড়া মন্ত্রকের নয়া নীতির ৪.১.৩ নম্বর অংশে উল্লেখ করা হয়েছে, দলগত ইভেন্টগুলিতে এশিয়ার মধ্যে র‍্যাঙ্কিংয়ে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। ঘটনাচক্রে পুরুষ বা মহিলা, দুই দলই ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে নেই। ভারতীয় পুরুষদের দল এই মুহূর্তে এশিয়ার মধ্যে ২৪ নম্বরে। মহিলা দলের এশিয়ান র‍্যাঙ্কিং ১২।

ফলে ক্রীড়ামন্ত্রকের নতুন নীতি অনুযায়ী দু’দলেরই ছাড়পত্র পাওয়া কঠিন। তবে ভারতীয়  মহিলা ফুটবল দলের কাছে একটি সুযোগ থাকছে। আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা-রিম্পারা। সেই টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে পৌঁছলে এশিয়ান গেমসে ছাড়পত্র পেতে পারেন তাঁরা।

আরও পড়ুন :এশিয়া কাপের ফাইনালে ভারত, ব্যাটিং নিয়ে পরীক্ষা অব্যাহত গম্ভীরের

সঙ্গত, ২০১৮ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলকে অনুমতি দেওয়া হয়নি একই কারণে। ২০২৩ হাংঝৌ গেমসেও শুরুতে বাদ পড়েছিল দল। শেষ মুহূর্তে নিয়ম শিথিল করে নামতে দেওয়া হয়।

spot_img

Related articles

মহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার...

কুনার নদীতে বাঁধ তুলছে আফগানিস্তান! উদ্বেগে পাকিস্তান 

আফগানিস্তানের নতুন জলনীতি (Afghanistan new water policy) ঘিরে ফের আফ-পাক অশান্তির সুর। তালিবান প্রশাসন ঘোষণা করেছে কুনার ও...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

মহারাষ্ট্রে হাতে চিরকুট লিখে ‘আত্মঘাতী’ মহিলা চিকিৎসক: পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরব বঙ্গ বিজেপি!

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসকে(Lady Doctor)। ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ (Rape)...