Sunday, November 16, 2025

সমালোচনা সহ্য করেও কাজ, বাহিনীতে আরও বেশি মহিলা পুলিশ: আলিপুর বডিগার্ড লাইনে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

উৎসবের দিনেও পরিবার ভুলে মানুষের কাজ করে পুলিশ (Police)। সমালোচনা সহ্য করেও কাজ করে তারা। বৃহস্পতিবার আলিপুর বডিলাইনসের (Alipore Bodylines) দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশকর্মীদের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাহিনীতে আরও বেশি করে মহিলা পুলিশ নিযুক্ত করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

এদিন বডিলাইনসের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশ বাহিনীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “যাদের কাজই হল নিন্দা করা, তারা নিন্দা করবেই। আপনি আপনার কাজটা করে যান। যারা অপপ্রচার করে, তাদের কথায় কান দেবেন না। কারণ ৫ জনের জন্য তো আর ৯৫ জনকে বঞ্চিত করা ঠিক নয়।” নিজের উদাহরণ টেনে মমতা বলেন, “আমি ভূতের মতো সারাদিন খাটি, তবুও সবচেয়ে বেশি গালাগালি আমাকেই খেতে হয়। তবু আমি বিশ্বাস করি, ক্ষমায় সবচেয়ে বড় ধর্ম।” জানান, রাজ্য পুলিশে আগামীদিনে আরও বেশি মহিলাদের নিয়োগ করা হবে।

উৎসবের মরসুমেও ছুটি নেই। ২৪ ঘণ্টা ডিউটিতে থাকেন পুলিশ কর্মীদের। তার পরেও পুলিশকে লক্ষ্যে করে উড়ে আসে কটূক্তি। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের অনেক সদস্যই দিনরাত খেটে চলেছেন, তাঁদের প্রাপ্য সম্মান যাতে তাঁরা পান, তা নিশ্চিত করতে হবে।

পুলিশকর্মী-আধিকারিকদের পাশাপাশি তাঁদের পরিবারকেও কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “আজ যদি কোনও পুলিশ কর্মী মারা যান, সঙ্গে সঙ্গে পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। না হলে পরিবার চলবে কী করে? বাড়ির মেয়েরা সাপোর্ট না দিলে পুলিশ এতটা কাজ করতে পারত?”

এবার দিঘার জগন্নাথ ধামের অনুকরণে তৈরি হয়েছে আলিপুর বডিলাইনসের পুজো মণ্ডপ। দেখে খুশি মুখ্যমন্ত্রী। বলেন, “যেভাবে দিঘার মণ্ডপকে তুলে এনেছেন, কোনও কথায় তার উপমা হবে না।” এবার থেকে পুলিশ বিভাগের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করার কথা জানান মুখ্যমন্ত্রী। সেরা পুলিশ পাবেন পুরস্কার।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার ৩০০ পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...
Exit mobile version