Sunday, November 16, 2025

রঘু ডাকাত: দক্ষিণী ছবির রেপ্লিকা! রঘুর থেকেও নজর কাড়লেন সহ-অভিনেতারা

Date:

পুজোয় চারটে বাংলা ছবি রিলিজের কথা ছিল। কিন্তু হল সাড়ে তিনটে। অর্থাৎ একটা ছবি আধা বাংলা আধা দক্ষিণী। বলা ভালো দক্ষিণীর রিমেক। সক্কাল সক্কাল শো দেখতে গিয়েই ধাক্কা। বাংলার রঘু ডাকাত কোথায়, এতো দক্ষিণী ছবির রিমেক।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পুজোর ছবি ‘রঘু ডাকাত’ দেখতে বসলে মনে হবে বাংলা ছবি নয়, যেন ধুন্ধুমার অ্যাকশনের মারকাটারি দক্ষিণী ছবি দেখছি। রক্ত, মারামারি, হানাহানি, কাটাকাটির এ যেন ধ্বংস আর প্রতিশোধের লীলাক্ষেত্র। এতোটা ভায়োলেন্স কোনও বাংলা ছবিতে আগে দেখেছি বলে মনে পড়ছে না। রুদ্রপুরের অত্যাচারী জমিদার অহীন্দ্র বর্মণ আর ডানকান ও ফার্গুসেন সাহেবের বিরুদ্ধে ময়নাঝোরার রাজা বাংলার দোর্দণ্ডপ্রতাপ মা কালী ভক্ত রঘু ডাকাতের জেহাদ।

কখনও তিরন্দাজের বেশে, কখনও খড়্গ বা বর্শা হাতে পাগড়ি পরা দেব, কপালে পুরু সিঁদুরের প্রলেপ। রঘু ডাকাতের চরিত্রে দেব -এর এই লুক, সিক্স প্যাক শরীরী ভাষা ও প্রচন্ড অ্যাকশনের ককটেল। কিন্তু তাতে রঘু ডাকাতের মেজাজ নেই। ছবিতে দেবের চেয়েও অনেক বেশি নজর কেড়েছেন সহ-অভিনেতারা।

বিগ বাজেটের ছবি ঠিক যেমনটা হয় এই ছবির মেকিং তেমনই। রসদ খুব কম। একই জিনিসের পুনরাবৃত্তি। ছবির শুরুটা ঢিমে তালের। কিন্তু যত সময় গড়িয়েছে ছবি ততগতি পেয়েছে। একটা সময় মনে হয়েছে ছবি নয় যেন মৃত্যুর মিছিল।

আরও পড়ুন :জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা- CESC-র রিপোর্ট তলব হাই কোর্টের

পুজোর মুখে অ্যাকশন প্রেমী জনতা আশা নিয়ে যাবেন ঠিকই। কিন্তু অত রক্ত, খুন উৎসবের মেজাজের সঙ্গে মানসই হবে কি? ছবির গানগুলি বেশ ভালো। আবহ সঙ্গীত রথীজিৎ ভট্টাচার্য, সঙ্গীতে নীলায়ন চট্টোপাধ্যায় রথীজিৎ ভট্টাচার্য। সংলাপ সুগত গুহ, মেককাপ সোমদাথ কুণ্ডু, অনবদ্য সিনেমাটোগ্রাফি করেছেন সৌমিক হালদার। সৃজনশীল পরিচালনা দেব অধিকারী। প্রযোজনা এসভি এফ এন্টারটেইনমেন্ট দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version