পুজোর আগেই প্রাথমিক শিক্ষায় চাকরিপ্রার্থীদের জন্য এল সুখবর। বুধবার প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুর দু’টোয় ওয়েবসাইটে প্রকাশ করা হয় ওএমআর শিট। এর পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানান, পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ খুব শীঘ্রই ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা সংসদ। সেই সঙ্গে সকল শিক্ষক পদপ্রার্থীদের আগাম শুভেচ্ছা জানান তিনি।

পর্ষদ সূত্রে খবর, এ বছর প্রাথমিক টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২,৭৩,১৪৭ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৭৫৪ জন। উল্লেখযোগ্যভাবে এক থেকে দশের মধ্যে স্থান করে নিয়েছেন ৬৪ জন।

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে এতদিন ফল প্রকাশে দেরি হচ্ছিল। সেই সমস্যা কাটিয়ে অবশেষে ফল প্রকাশ সম্ভব হল। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই নিয়োগ প্রক্রিয়ার রূপরেখা তৈরি হয়েছে। ফলে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পথ আরও একধাপ এগোল।

আরও পড়ুন – সুরুচির দেওয়ালে ‘বন্দেমাতরম’ লিখলেন: বাংলার স্বাধীনতা সংগ্রাম স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

_

_

_

_

_
_
_
_