Tuesday, January 13, 2026

পুজোয় বাড়তি সতর্কতা, টানা নজরদারিতে রাজ্য প্রশাসন 

Date:

Share post:

উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ নিশ্চিত করতে টানা নজরদারির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে খোলা কন্ট্রোলরুমে প্রতিদিন পূর্ণ তৎপরতা বজায় থাকবে। বিপর্যয় মোকাবিলা দফতরের নির্দেশে সচিব পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে মনিটরিং টিম বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে কাজ করছে।

প্রশাসন সূত্রে খবর, আবহাওয়া পর্যবেক্ষণ থেকে আইনশৃঙ্খলা—সব ক্ষেত্রেই ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। মনিটরিং টিমের রিপোর্ট সরাসরি পৌঁছচ্ছে দফতরের প্রধান সচিব, মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট পুরসভা ও পুলিশের কাছে। সামগ্রিকভাবে পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। দফতরের স্পষ্ট বার্তা—পুজোর সময়ে যাতে সাধারণ মানুষ কোনও অসুবিধায় না পড়েন, তার জন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সংকট আপাতত কাটলেও কন্ট্রোলরুম সক্রিয় থাকবে ছট পুজো পর্যন্ত। অন্য দফতরে ছুটির আবহ থাকলেও এখানে পূর্ণ কর্মতৎপরতা বজায় রাখা হবে।

এদিকে মঙ্গলবারের দুর্যোগে রাজ্যে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কলকাতাতেই প্রাণ হারিয়েছেন আটজন, দক্ষিণ ২৪ পরগনায় দু’জন এবং উত্তর ২৪ পরগনার শাসনে একজনের মৃত্যু হয়েছে। কন্ট্রোলরুমে ইতিমধ্যেই তিনশোরও বেশি ফোন এসেছে। অভিযোগ ও অনুরোধের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পুজোর সময়ে কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রশাসনের দাবি, মঙ্গলবারের মতো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুতি আগেই রাখা হয়েছে। কলকাতা পুরসভা ও বিপর্যয় মোকাবিলা দফতরের যৌথ পদক্ষেপে অধিকাংশ জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবারের উৎসবে সক্রিয় থাকছে রাজ্য সরকার।

আরও পড়ুন – রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...