Sunday, November 16, 2025

সুপার কাপে একই গ্রুপে মোহন-ইস্ট, কবে হবে ডার্বি ম্যাচ?

Date:

ঘোষিত হল সুপার কাপের (Super Cup) গ্রুপ বিন্যাস। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ, চলবে ২২ নভেম্বর। বৃহস্পতিবার এআইএফএফ-র পক্ষ থেকে সুপার কাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। সুপার কাপে চেন্নাইয়ন এফসি এবং রিয়াল কাশ্মীরের সাথে একই গ্ৰুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসির সাথে গ্রুপ ‘সি’ তে মহামেডান স্পোর্টিং ক্লাব।

মোট ১৬টা দলকে নিয়ে চারটে গ্রুপে ভাগ করে হয়েছে। চারটে দলের শীর্ষ দলগুলিকে নিয়ে সেমিফাইনাল হওয়ার কথা। এ বার সুপার কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত কিছু না জানানো হলেও গোয়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত সূচী অনুযায়ী ৩১ শে অক্টোবর সন্ধে ৭ টা ৩০ মিনিটে ফতোরদা স্টেডিয়ামে হতে পারে ডার্বি।

সূচি এখনও ঘোষণা না হলেও ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর সুপার কাপে মাঠে নামতে পারে মোহনবাগান। অনুমান করা হচ্ছে, ৩১ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান।

সাধারণত মরশুমের শেষের দিকে আয়োজিত হয় সুপার কাপ। কিন্তু এ বার আইএসএল নিয়ে টালবাহানার জন্য সুপার কাপ আগে করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সেই হিসেবে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছিলেন ২৫ অক্টোবর থেকে হবে সুপার কাপ।  সুপার কাপে ছয় বিদেশি নিয়ে খেলানো যাবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মোহনবাগান চিঠি দিয়ে চার বিদেশিকে খেলানোর প্রস্তাব দিয়েছে ।

আরও পড়ুন : ক্যাচ ফস্কানোর রোগ অব্যাহত ভারতের, চাপ বাড়ছে দিলীপের উপর

সুপার কাপ গ্রুপ বিন্যাস

গ্রুপ এ-  চেন্নাইয়ন এফসি, রিয়াল কাশ্মীর,  ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

গ্রুপ বি- এসফি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট,ইন্টার কাশি

গ্রুপ ‘সি’-বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসি,  মহামেডান স্পোর্টিং ক্লাব

গ্রুপ ডি-  মুম্বই সিটি, কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version