সত্যিই, কী বিচিত্র এই সিপিএম (CPIM)! কী বিচিত্র এই সিপিএম নেতাদের চরিত্র! কমরেড, ইতিহাস ভুলে গেলেন? মনে পড়ে ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বরের কথা। তখন বাম আমল। কলকাতার মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তিনদিন ধরে ১৬৭ মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (Kolkata) শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১৫ জনের। আর সেদিনকার মেয়র বিকাশবাবু আপনি কী বলেছিলেন? বলেছিলেন, লন্ডনে বৃষ্টি হলেও রাস্তায় জল জমে। আর এখন আপনি জ্ঞানের বুলি আওড়াচ্ছেন, বিকাশবাবু! সত্যিই, আজব আপনাদের চরিত্র!

সেদিন কিন্তু আপনাদের কাউকেই জলে পা ছোঁয়াতেও দেখা যায়নি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হল, তাদের এক নয়া পয়সা ক্ষতিপুরণও আপনারা দেননি। এতটুকু সহানুভূতিও তাঁদের পরিবারের প্রতি ছিল না আপনাদের। আর এখন আপনারা কোমর বেঁধেছেন মানবিক একটা সরকারের সমালোচনা করতে! একরাতে মাত্র তিন ঘন্টায় গড় ২৫১ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। তার ফলে শহরের রাস্তায় জল জমেছে। অনভিপ্রেত দশজনের মৃত্যু হয়েছে। তারপর বাংলার মানুষ দেখেছেন মা-মাটি-মানুষের সরকারের প্রতিনিধিরা কীভাবে রাস্তায় নেমে সেই জল নামানোর কাজে তদারকি করেছেন। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে রাত জেগে মনিটরিং করেছেন। ঘোষণা করেছেন মৃতদের প্রত্যেক পরিবার পিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ। সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবার কিছু একজন করে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেও কোন মুখে কথা বলেন আপনারা, কমরেড?
তৃণমূল কংগ্রেসের সমালোচনা করার আগে একবার ইতিহাস মনে করে দেখুন। আরও পড়ুনঃ একসপ্তাহের মধ্যেই পান্নুর সঙ্গীর জামিন, হুমকি ডোভালকে

২০০৭ সাল। ২৩ সেপ্টেম্বর। প্রবল বর্ষণ নয়। তিনদিন ধরে হয়েছিল মাত্র ১৬৭ মিমি বৃষ্টিপাত। তাতেই জলে ভেসেছিল কলকাতা শহর। তিনদিনে এক মিনিটের জন্যও রাস্তায় নামেননি কলকাতার তৎকালীন মেয়র। ওই বৃষ্টিতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। লজ্জাজনক ঘটনা, মৃত ১৫ জনের পরিবার এক টাকাও ক্ষতিপূরণ পায়নি। কেন, কমরেড? তাহলে আজ কেন বড় বড় কথা বলছেন? সেদিন আপনাদের বিবেক, মনুষ্যত্ববোধ কোথায় ছিল? আজকের নব্য কমরেডরা একবার সেদিনে বামফ্রন্ট সরকার এবং সিপিএম পরিচালিত পুরসভার ভূমিকা কী ছিল, ইতিহাসের পাতা উল্টে দেখুন। তাহলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে আপনাদের কমরেডদের চরিত্র। আর হ্যাঁ, মনে রাখবেন তখন কলকাতার বৃষ্টির জল নামতে ৫-৬ দিন লেগে যেত। আর এখন তৃণমূলের আমলে বৃষ্টির জল নামে ৫-৬ ঘন্টায়। ২৪ ঘন্টায় একেবারে স্বাভাবিক। কমরেড এটাই পার্থক্য আপনাদের সিপিএম আর এখনকার তৃণমূলের। আর বুঝে নিন, মানুষ কেন সিপিএমকে শূন্য করে দিয়েছে, কেন সিপিএম-কে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। বুঝে নিন, আজকের নব্য কমরেডরা।

–

–

–

–

–

–
