Sunday, December 14, 2025

বৃষ্টি মাথায় মণ্ডপ দর্শনে উৎসব প্রিয় বাঙালি 

Date:

Share post:

পুজো চলবে, চলবে বৃষ্টিও। দ্বিতীয়টি কোনভাবেই প্রথমটিকে দমিয়ে রাখতে পারবে না। বৃহস্পতির বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় উৎসবমুখী কলকাতার আমেজে ঠিক এমন বার্তাই যেন স্পষ্ট হল। নিউটাউন-সল্টলেক বৃষ্টি (Rain) ভিজলো, বর্ষণমুখর উত্তর ও দক্ষিণ কলকাতাও, কিন্তু মণ্ডপমুখী মানুষের ঢল বুঝিয়ে দিল বাঙালি তার সংস্কৃতি আর ঐতিহ্যে বহিরাগতের দখলদারি বরদাস্ত করে না, তা সে মানুষ হোক বা প্রকৃতি। বৃষ্টি অসুর পুজোর আনন্দ মাটি করতে উঠে পড়ে লেগেছে, কলকাতাও ছাতা হাতে উৎসবের ছক্কা হাঁকাতে তৈরি। হঠাৎ বৃষ্টিতে কেউ একটু থমকে গেলেন, আটকে পড়লেন প্যান্ডেলে, কেউ আবার নতুন জামা সামলে ছাতা মাথায় এগিয়ে গেলেন ভিড় ঠেলে। বাঙালির পুজো মুড ফুল অন (Durga Puja Celebration)।

রবিবার মহালয়া তিথি পড়ে যাওয়ায় তৃতীয়া আর চতুর্থীর হিসেবে কিছুটা বিভ্রান্ত পুজো উদ্যোক্তারা। পঞ্জিকা মতে, লক্ষীবারে অহরত্র দেবীপক্ষের চতুর্থ দিনের লগ্ন থাকায় বৃহস্পতি-শুক্র দুই দিনই হিসাব মতো চতুর্থী। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, পঞ্চমী থেকে বৃষ্টি বাড়বে। তাই আগেভাগেই ঠাকুর দেখার মেজাজ শুরু। রাত আটটা থেকে কলকাতা,হাওড়া, হুগলিতে হঠাৎ করেই শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। সাময়িক মন খারাপ হলেও বৃষ্টির বেগ সামান্য কমতেই প্যান্ডেল দেখার চেনা ভিড় বুঝিয়ে দিল, ‘মা এসেছেন ঘরে একটি বছর পরে’।

 

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...