Monday, January 12, 2026

শক্তি বাড়িয়ে সাগরে নতুন নিম্নচাপ, ফের দুর্যোগের তাণ্ডব বাংলায়!

Date:

Share post:

মহালয়ার পর থেকে তৃতীয়ার রাত পর্যন্ত বৃষ্টিহীন দেবীপক্ষ পায়নি দক্ষিণবঙ্গ। চতুর্থীর সকালে আরও বড় অশনি সংকেত। ঠিক যখন পুরোদমে দুর্গোৎসবের (Durga Puja Celebration) আমেজ শুরু হতে চলেছে, তখনই সাগরে সৃষ্ট অতি শক্তিশালী নিম্নচাপ। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) এ খবর জানাতেই সোমবার রাতের টানা বর্ষণ আর মঙ্গলের দুর্ভোগের ছবিটা ফিরেছে কলকাতা ও শহরতলীর স্মৃতিতে। বৃহস্পতিবার রাতে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে তিলোত্তমায়। পূর্ব বর্ধমান এবং হুগলি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাক্ষী থেকেছে। শুক্রবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এর মাঝেই জানা গেছে, নতুন করে সৃষ্টি হওয়া শক্তিশালী নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করা মাত্রই দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় তান্ডব চালাতে শুরু করবে। বঙ্গে তার কতটা প্রভাব পড়বে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।

এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কলকাতা ও শহরতলীতে। নীল আকাশে সাদা মেঘের ভেলায় আগমন বার্তা স্পস্ট।

পূর্বাভাস অনুযায়ী, এদিন নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে যা শনির সকালে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় ভারী বৃষ্টি এবং ঝড় হতে পারে। বাদ পড়বে না পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাও। যদিও সে ক্ষেত্রে দুর্যোগের মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা কম। নতুন নিম্নচাপে সোমবার রাতের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ২৬ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে চলবে বৃষ্টি। আগামী সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাই বর্ষণমুখর থাকবে বলে জানা গেছে।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...