Monday, November 17, 2025

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

Date:

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit Shah) স্বরাষ্ট্র মন্ত্রক। এবার তাই তার বিরুদ্ধে কঠিন জাতীয় নিরাপত্তার আইনে গ্রেফতারির কথা জানানো হল। এবং গ্রেফতারের পরই তাকে লাদাখ থেকে বহু দূরে রাজস্থানে (Rajasthan) সরিয়ে নিয়ে যাওয়া হল। এই বল প্রয়োগের বিরুদ্ধে যাতে আন্দোলন দানা বাঁধতে না পারে, তার জন্য বন্ধ করে দেওয়া হল লেহ (Leh) শহরের ইন্টারনেট সংযোগ।

পরিবেশকর্মী সোনম ওয়াংচুর বক্তৃতাতেই লাদাখের লেহ (Leh) শহরে কয়েক হাজার যুব সমাজের প্রতিনিধিরা জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) এমন অভিযোগের পরে সোনম দাবি করেছিলেন, এইভাবে আন্দোলন সংঘটিত করার জন্যই যদি তাঁকে জেলে যেতে হয় তাতেও তাঁর আপত্তি নেই। আর সেটাই হল শুক্রবার। লে এপেক্স বডি (LAB) ও সোনম যৌথভাবে সাংবাদিক বৈঠক করার আগেই তাঁকে গ্রেফতার করা হল। প্রাথমিকভাবে জানানো হয়নি কোন ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। যাতে ল্যাব-এর নেতৃত্ব সাংবাদিক বৈঠক থেকে তা প্রকাশ করে না দিতে পারেন।

পরে জানানো হয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA) অনুযায়ী গ্রেফতার করা হয়েছে সোনমকে (Sonam Wangchuk)। যার ফলে তাঁকে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে বিচার কাজ চালাতে পারবে কেন্দ্রের সরকার। সেই মতো শুক্রবার সন্ধ্যাতেই লাদাখ থেকে রাজস্থানের যোধপুর নিয়ে যাওয়া হয় সোনামকে। সেই সঙ্গে এই ধারা যোগ করায় তাঁর জামিনও সহজ হবে না।

আরও পড়ুন: লাদাখে গুলি চালিয়ে খুন করল যারা, এবার তাদের হাতেই গ্রেফতার প্রতিবাদী সোনম!

এরপরেই ল্যাব-এর প্রশ্ন, তবে গুলি চালানোর অভিযোগের বিচার করবে কে? কারা বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ জমায়েতে গুলি চালালো, তার উত্তর দেবে কে? কাশ্মীরের ডোডা জেলা থেকে যে পর্যটকরা এসেছিলেন লেহ শহরে, তাঁরা প্রতিবাদী ছিলেন না। তাঁদের আহত করল কে?

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version