Sunday, November 16, 2025

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই টলিউড অচেনা ক্ষেত্র নয়। কিন্তু সেসব ইতিহাস না জেনেই ফেসবুকীয় বিপ্লব করছেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar) আর রানার প্রতিটি বলই স্ট্রেট ব্যাটে খেলে মাঠের বাইরে ছক্কা হাঁকাচ্ছেন কুণাল। প্রসঙ্গ দেব অভিনীত ‘রঘু ডাকাত’ ছবিটির (Bengali Film) সঙ্গে সরাসরিভাবে রানা যুক্ত না থাকলেও, দেবের হয়ে গলা ফাটাচ্ছেন তিনি। প্রমাণ করতে চাইছেন, তারও “শিরায় শিরায় রক্ত/ আমি দেবের ভক্ত”। আর সেটা করতে গিয়ে বারবার কুণালের খোঁচায় নাস্তানাবুদ হচ্ছেন।

আর কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রসঙ্গে কোনও পোস্ট করব না- বলার পরেও কি-প্যাড এবং মাউজ চিড়বিড় করায় নিজের ফেসবুক পেজে রানা সরকার লেখেন, “কুনাল ঘোষের কথা বিশ্বাস করবেন না…” ইত্যাদি ইত্যাদি লেখার পরে লিখেছেন, “এখন দেবকে আক্রমণ করার জন্য রঘু ডাকাত-কে খারাপ সিনেমা বলছেন। আবার বলছেন দেবকে ভালোবাসেন। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে অনধিকার চর্চা করছেন।
একি রে বাবা… ওনার agenda কী কেউ বোঝে ?
এতবার যিনি পাল্টি খান তার কোনও কথা পাত্তা দেবেন না।”

এর উত্তরে কুণাল লেখেন,
“রান-আ,
সিনেমা নিয়ে অনধিকার চর্চা মানে? ইন্ডাস্ট্রি তোমার বাবার নাকি?
আমার দল ও নেত্রীর সঙ্গে আমার সম্পর্ক নেতৃত্ব/ তাঁরা বুঝবেন। এটা অনধিকার চর্চা হচ্ছে না?
দেবকে ভালোবাসি। কিন্তু রঘু জঘন্য সিনেমা। কন্টেন্ট ফেল বলেই এত ডিসকাউন্ট, সর্বশক্তিতে লাফালাফি। এক নম্বরকে দুদিনের মধ্যে ডিসকাউন্ট স্ট্র্যাটেজি, মানে প্ল্যান বি-তে নামতে হয়? দক্ষিণী ঝুলনবাজি দিয়ে সবটা হয় না। তার মানে এই নয় যে দেব আবার দারুণ সিনেমা করবে না। ভালোকে তো ভালো বলবই। এবং হ্যাঁ, দেবকে ভালোবাসি।
রক্তবীজ 2 দারুণ। ‘প্রভাব’ না খাটিয়েও একনম্বর। দেবী চৌধুরানী, যত কান্ড কলকাতাতেও ভালো। রিলিজের আগে তোমার বাতেলা। আর রিলিজের পর হাওয়া বুঝে চারটে সিনেমারই ভালো হোক, সুর বদল! গোটা ইন্ডাস্ট্রি খিল্লি করছে। এত উদারতা, তা রিলিজের আগে সবার সমান শো দিয়ে শুরু করার দম দেখালে না কেন? আমি স্রেফ ওই সমান শোর কথা বলেছি বলে এত আক্রমণ।
উইনডোজের আগের ছবি ‘আমার বস’ নিয়ে আমার কোনো লেখা দেখেছো? একটি শব্দ নয়। কারণ আমার আগ্রহ ছিল না বিষয়টাতে। হয়ত ছবি ভালো, হয়ত নয়, কিন্তু আমি দেখিনি। কিন্তু রক্তবীজ 2 সেরা, বলব না কেন?
বলছি কি, অন্ধ স্তাবকরাই কিন্তু রাজার মত লোককে ডোবায়। অন্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে। এক নম্বর নায়ক মানেই তার সব ছবি হিট হবে, কে বলল? রঘু ডাকাত ঝুলন হয়েছে মানে এই নয় যে পরেরটা দেব ফাটিয়ে দেবে না।
হালুম আর ম্যাওয়ের পার্থক্যটা না বুঝলে সেটা গোপাল ভাঁড়দের সমস্যা।”

সিনে মহলের মতে, কুণাল ঘোষকে না জেনেই খোঁচাতে যাচ্ছেন রানা। পাত্তা দেবেন না বলেও নিজেই সবচেয়ে বেশি কুণালকে নিয়ে পোস্ট করছেন। আর কুণাল যখন তার মোক্ষম জবাব দিচ্ছেন, তখন সামলাতে না পেরে সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদুনি গেয়ে সমর্থন যোগাড়ের চেষ্টা চালাচ্ছেন। ‘রঘু ডাকাত’কে চর্চায় রেখে রানার এই প্রচেষ্টাও ছবিটিকে টেনে তুলতে পারবে না বলে মত চিত্র সমালোচকদের।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version