নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল, পরীক্ষার্থীদের জাতিগত শংসাপত্র আপলোড করা আবশ্যক। নির্ধারিত শেষ তারিখ ছিল ২৬ সেপ্টেম্বর। তবে সেই সময়সীমা পার হয়ে গেলেও বহু পরীক্ষার্থী নথি জমা দেননি।

এসএসসি স্পষ্ট জানিয়েছে, যারা জাতিগত শংসাপত্র জমা করেননি তাঁদের আর সংরক্ষিত প্রার্থী হিসেবে ধরা হবে না। সেই পরীক্ষার্থীদের এবার থেকে গণ্য করা হবে সাধারণ প্রার্থী হিসাবে।

কমিশন সূত্রে খবর, এর আগেও বারবার সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এবারের সুযোগটিই ছিল শেষ। তাই যারা এবারও নথি জমা করতে ব্যর্থ হয়েছেন, তাঁদের সাধারণ পরীক্ষার্থী হিসেবেই বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে এসএসসি-র স্পষ্ট বার্তা, নথি ছাড়া সংরক্ষণের সুবিধা মিলবে না।

আরও পড়ুন – তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ গেল ৩১ জনের, আহত বহু

_

_

_

_

_

_
_