Friday, November 14, 2025

নবমী–দশমীতে বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠীর আনন্দে মাতলো শহর 

Date:

উৎসবের আবহে রঙিন কলকাতা। মহাষষ্ঠীর সকাল থেকেই শহরের উত্তর থেকে দক্ষিণে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। সাগরে জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা উপেক্ষা করে প্যান্ডেল দর্শনে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি। দেবীর বোধনের পর থেকেই ভিড় জমেছে টালা প্রত্যয়, হাতিবাগান, আহিরিটোলা থেকে শুরু করে সুরুচি, চেতলা, ত্রিধারা—শহরের নামী পুজো মণ্ডপে। কোথাও তিলধারণের জায়গা নেই। সঙ্গে চলছে টুকটাক খাওয়া-দাওয়া, সেলফি তোলার হিড়িক।

রবিবার সকাল থেকে রোদ-ঝলমলে আকাশে খানিক ভ্যাপসা গরম থাকলেও মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। তবে তা ভিড়ের উৎসাহে কোনও প্রভাব ফেলতে পারেনি। নতুন পোশাক পরে পরিবার, বন্ধুবান্ধব কিংবা সঙ্গীকে নিয়ে একের পর এক মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষ। কারও প্রথম পুজোর রোমাঞ্চ, কারও বা দীর্ঘ জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে স্মৃতি বন্দি করার ব্যস্ততা—সব মিলিয়ে ষষ্ঠীর সকাল থেকেই উচ্ছ্বাসে ভরপুর শহর।

ভিড় সামলাতে রাস্তায় নেমেছে কয়েক হাজার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। যান চলাচল সচল রাখতে চলছে কড়া নজরদারি। বনেদি বাড়ির পুজোগুলিতেও দর্শনার্থীদের ঢল। রাত যত বাড়ছে, ততই বেড়েছে মানুষের ভিড়। সন্ধ্যা নামতেই আলোর রোশনাইয়ে ঝলমলে কলকাতা যেন এক অন্য জগৎ—যেখান থেকে চোখ ফেরানো দুষ্কর।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নবমী ও দশমীতে বৃষ্টি বাড়তে পারে। তাই ষষ্ঠীর এই জনসমুদ্র দেখে অনেকেই আশঙ্কা করছেন, পরের দিনগুলোয় ভিড় উপভোগে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। তবুও আপাতত ষষ্ঠীর রঙিন সাজে ডুবে রয়েছে মহোৎসবমুখর নগরী।

আরও পড়ুন – বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ ওড়াল বিদ্যুৎ দফতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version