লাদাখে জোর করে ‘শান্তি’! কেন্দ্রের সঙ্গে কোনও কথা নয়, জানাল অ্যাপেক্স বডি

Date:

Share post:

টানা ছয় দিন কারফিউ (curfew) জারি করে শান্তি বজায় রাখতে হয়েছে লাদাখের রাজধানী লেহতে। আদতে সেই শান্তি যে মানুষের জীবনের শান্তি নয়, স্পষ্ট করে দিল লেহ অ্যাপেক্স (LAB) বডি। সেই সঙ্গে স্পষ্ট জানানো হল, ভয়ের পরিবেশ না কাটলে কেন্দ্রের সঙ্গে কোন আলোচনায় যাবে না তারা।

লাদাখের দাবি নিয়ে আন্দোলনের উপর গুলি চালিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ঘটনার কোনও তদন্ত হয়নি। নিহত ও আহতদের প্রতি কোনও কর্তব্য পালন করেনি কেন্দ্রের সরকার। অথচ আন্দোলনকারীদের দেদার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন গোটা আন্দোলনকে দিশা দেখানো পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk), দাবি আন্দোলনকারীদের।

এরই প্রতিবাদে এবং আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে কেন্দ্রে সরকারের কাছে আবেদন জানিয়েছিল লাদাখের দুটি প্রধান ছাত্র সংগঠন। লেহ (Leh) শহরে আন্দোলন মূলত এই জেন-জি প্রতিনিধিরাই গড়ে তুলেছিলেন। তাদের স্পষ্ট দাবি গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অবিলম্বে মুক্তি দিতে হবে সোনাম ওয়াংচুকে।

কার্যত একই সুর লেহ অ্যাপেক্স বডির গলায়। তাদের দাবি, যেভাবে কারফিউ (curfew) জারি করে লেহ শহর-সহ গোটা লাদাখে শান্তির দাবী জানাচ্ছে কেন্দ্রের সরকার, তেমন ‘শান্তি’ জারি থাকলে লেহ অ্যাপেক্স বডি (LAB) কেন্দ্রের তৈরি করা হাই পাওয়ার কমিটির সঙ্গে কোনও বৈঠকে যাবে না।

আরও পড়ুন: ওয়াংচুকের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন স্ত্রী! বিতর্কসভায় মুখোমুখি বসার চ্যালেঞ্জ কেন্দ্রকে

৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা হাই পাওয়ার কমিটির (High Power Committee) সঙ্গে বৈঠকে যোগ দিতে রাজি, বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে। তবে সোনম ওয়াংচুর গ্রেফতারি পরবর্তী সময়ে সিদ্ধান্ত থেকে সরে এলো আন্দোলনকারী লেহ অ্যাপেক্স বডি। এবার কোন পথে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তারই অপেক্ষা লাদাখের মানুষের।

spot_img

Related articles

পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

বিক্ষোভরত নাগরিকদের উপর পাক সরকারের গুলি অব্যাহত। আন্দোলনের তৃতীয় দিনে অন্তত আটজনের মৃত্যু হল পাক অধিকৃত কাশ্মীরে (POK)।...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...