পহেলগামের থিমে পুজো উদ্বোধন, তবু শাহ আলো জ্বালাতে ব্যর্থ হামলার শিকার পরিবারে!

Date:

Share post:

গোটা দেশকে নাকি দীপাবলির আগে আলোয় মুড়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ সেই আলোর ছিটেফোঁটাও পৌঁছয়নি বেহালার গুহবাড়িতে। যে পহেলগাম হামলাকে (Pahalgam attack) নিয়ে মন্ডপ সাজিয়ে দর্শক টানছেন বিজেপি নেতা, সেই হামলার শিকার সমীর গুহর পরিবার এই উৎসব থেকেই অনেক দূরে।

সন্তোষ মিত্র স্কোয়্যারে (Santosh Mitra Square) দুর্গা পুজোর উদ্বোধনে এসেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে পুজোর থিম পহেলগাম হামলা (Pahalgam attack) এবং তার পরবর্তী অপারেশন সিঁদুর। অথচ শহরেই এই হামলার শিকার একাধিক পরিবার রয়েছে। একবারও তাদের খোঁজ নেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah), আক্ষেপ সমীর গুহর স্ত্রী শবরী গুহর।

শুধু একটা সরকারি চাকরিতেই বদলে যাবে না গুহ পরিবারের জীবন। আর সেখানেই আক্ষেপ শবরীর। পহেলগাম হামলার পরে এনআইএ একবার তদন্ত করতে এসেছিল। কিন্তু তারপর কেন্দ্র সরকার বা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের আর কেউ তাদের খোঁজ নেননি।

জঙ্গি হামলার ছবি, ভিডিও প্রোজেকশনে সেজেছে বিজেপি নেতার দুর্গা পুজোর মণ্ডপ। অনেক রোশনাই সেখানে। তবে তার খোঁজও রাখেন না শবরী গুহ। বড় অবিশ্বাস জন্মেছে এই পরিবারের মনে। পরিবারের অত্যন্ত ধার্মিক মানুষটাই যে আর নেই। তাই দুর্গা পুজোতেও মন নেই গুহ পরিবারের মা মেয়ের।

আরও পড়ন: সপ্তমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ন্যায়বিচারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি অভিষেকের

অস্তিত্ব রক্ষাটাই যেখানে এখন প্রশ্ন, সেখানে কিভাবে তাঁরা খোঁজ নেবেন দুর্গাপুজোর থিমের, প্রশ্ন শবরীর। স্থায়ী চাকরি, সুস্থ জীবন, এরপর মেয়ের ভালো শিক্ষা, এটাই ছিল সমীর গুহর লক্ষ্য। কিন্তু আজ সেই লক্ষ্যভ্রষ্ট এই পরিবার। কিভাবে মেয়েকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারবেন, চিন্তায় শবরী। আর তার ব্যবস্থা যদি ভালোভাবে হয়ে যায়, সেটাই হবে গুহ পরিবারের সেরা দিওয়ালি উপহার।

spot_img

Related articles

পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

বিক্ষোভরত নাগরিকদের উপর পাক সরকারের গুলি অব্যাহত। আন্দোলনের তৃতীয় দিনে অন্তত আটজনের মৃত্যু হল পাক অধিকৃত কাশ্মীরে (POK)।...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...