এশিয়া কাপ (Asia Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত। ভারতকে ট্রফি মেডেল কিছুই দেওয়া হয়নি। মঙ্গলবার এসিসির বৈঠকে বিষয়টি ফের ভারত –পাক মাঠের বাইরে একাট ম্যাচ হতে চলেছে।

মঙ্গলবারের বৈঠক রয়েছে এসিসির। এই বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলারের বোর্ডের প্রতিনিধিত্ব করার কথা। দুজনেই এসিসির বোর্ডে আছেন।

এখানেই থামছে না বোর্ড। পাশাপাশি নভেম্বরে আইসিসির বৈঠকেও বিষয়টি তুলবে বিসিসিআই। এসিসি বৈঠকে ট্রফি এবং মেডেল ফেরত চাইবে ভারত। যদিও মাথা নত করতে রাজী নন নাকভি। তিনি নতুন শর্ত দিয়েছেন।

ভারতকে ট্রফি দিতে তৈরি নাকভি। তবে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করতে চান তিনি। সেই অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকতে চান। অর্থাৎ নিজেই সূর্যকুমারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে চান।

আরও পড়ুন:ইরানে খেলতে না যাওয়ার শাস্তি, মোহনবাগানের এসিএল অভিযান শেষ

এই প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না, তা বলাই বাহুল্য। ভরা মঞ্চে যেখানে পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে রাজি হয়নি, সেখানে ‘বিশেষ অনুষ্ঠানে’ অংশ নেবেন না সূর্যকুমাররা।

–

–

–

–
–