Tuesday, November 18, 2025

ভিড় নিয়ন্ত্রণে কড়া কলকাতা পুলিশ, অষ্টমীতে বন্ধ ত্রিধারার ‘অঘোরী নাচ’ 

Date:

Share post:

দুর্গা পুজোর ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রথম থেকেই কড়া কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও আদতে তা যে কতটা অমূলক ফের একবার প্রমাণ হয়ে গেল।ত্রিধারার পুজো বিধায়ক দেবাশিস কুমারের পুজো বলেই পরিচিত। ভিড় নিয়ন্ত্রণে এবার ত্রিধারার পুজোতেও লাগাম লাগালো কলকাতা পুলিশ।

পুজোয় ভিড় সামলাতে প্রশাসন আগেই সতর্ক। এবার সরাসরি উদ্যোগ নিল রাবীন্দ্র সরোবর থানার পুলিশ। ত্রিধারা পুজো কমিটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, পুজোমণ্ডপের ভেতরে এবং বাইরে ‘অঘোরী নাচ’-এর কারণে দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, পুজো চলাকালীন এই ধরনের আয়োজন ভিড় বাড়াচ্ছে এবং মানুষের চলাচলে বাধা তৈরি করছে। ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, অবিলম্বে এই নাচ বন্ধ করতে হবে, নইলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রবীন্দ্র সরোবর থানার আধিকারিক লিখিত নির্দেশে উল্লেখ করেছেন, এটি একটি গুরুতর বিষয়, যা অবিলম্বে দেখা প্রয়োজন। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে অঘোরী নাচ অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পুজোর চতুর্থ দিনেই পুলিশের এই নির্দেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতায়। বহু দর্শনার্থী প্রতিদিন ভিড় জমান ত্রিধারা আকালবোধনে। এবার পুলিশের হুঁশিয়ারির পর আয়োজক কমিটির উপর চাপ বাড়ল নিরাপত্তা নিশ্চিত করার।

আরও পড়ুন – পুজোর থিমে বাঙালি অস্মিতা: মণ্ডপের সামনেই পরিযায়ী শ্রমিকদের উপহার অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...