উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫ বছর বয়সে মৃত্যু হয় প্রবীন এই বাম নেতার। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ জেলা বাম নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বের।

ধুপগুড়ির প্রাক্তন সিপিআইএম বিধায়ক বনমালী রায়। তিনি পাঁচবারের বিধায়ক ছিলেন। সেই সঙ্গে ছিলেন বাম আমলের বনমন্ত্রী। এছাড়াও আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রীত্বও সামলেছেন তিনি।

আরও পড়ুন: আবার ‘শাটডাউন’-এর পথে আমেরিকা, অচল হতে চলেছে সরকারি কাজকর্ম

সম্প্রতি বার্ধক্য জনিত অসুখের ভুগছিলেন প্রবীন এই সিপিআইএম নেতা। তাঁর মৃত্যুতে সিপিআইএমের তরফে শোক প্রকাশ করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।

–

–

–

–

–

–