উৎসবের মরশুমেই বাণিজ্যিক গ্যাসের দামে ফের বাড়তি চাপ। ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা। হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত এই সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ১ হাজার ৫৯৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে কার্যকর হয়েছে নতুন দাম। তবে রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

আগে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ₹১৫৮০। নতুন দামে তা হয়েছে ₹১৫৯৫.৫। কলকাতায় দাম বেড়ে হয়েছে ₹১৭০০.৫, আগে ছিল ₹১৬৮৪। অর্থাৎ প্রায় ১৬ টাকা বৃদ্ধি। মুম্বইতে আগের দাম ₹১৫৩১.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ₹১৫৪৭। আর চেন্নাইয়ে দাম বেড়েছে সবচেয়ে বেশি—₹১৭৩৮ থেকে দাঁড়িয়েছে ₹১৭৫৪.৫।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওঠানামার জেরেই দেশে বারবার পরিবর্তিত হচ্ছে গ্যাসের দাম। বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়বে হোটেল-রেস্তোরাঁর খরচে। ফলে উৎসবের ভিড়ের মরশুমে সাধারণ খদ্দেরদেরও বাড়তি খরচের চাপ বইতে হতে পারে।

আরও পড়ুন – আবার ‘শাটডাউন’-এর পথে আমেরিকা, অচল হতে চলেছে সরকারি কাজকর্ম

_

_

_

_

_

_
_